শনিবার, ২২ মার্চ, ২০২৫

ইমরানকে গ্রেপ্তার বেআইনি! অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দিল পাকিস্তান সুপ্রিম কোর্ট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইমরান খানের গ্রেপ্তারি বেআইনি। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দিল পাকিস্তান সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে আল কাদির ট্রাস্ট মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে পাক রেঞ্জার্স। তারপর থেকেই পাকিস্তান জুড়ে আগুন জ্বলতে থাকে। দেশ জুড়ে বিক্ষোভে নেমে পড়েন ইমরানের দল তেহরিক ই ইনসাফের সমর্থকরা। বিভিন্ন জায়গায় সেনা আধিকারিকদের বাড়ি ও সদর দপ্তরগুলোতে হামলা চলে। পুড়িয়ে দেওয়া হয় রেডিও স্টেশন। দেশ জুড়ে বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা। জারি করা হয় হাই অ্যালার্ট।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন মুক্তির নির্দেশ দিলেও শুক্রবার সকাল ১০টায় ইমরানকে ইসলামাবাদ হাই কোর্টে যাওয়ার জন্য বলেছে পাক সুপ্রিম কোর্ট। এদিন সরাসরি ইমরানের গ্রেপ্তারি প্রক্রিয়ার সমালোচনায় মুখর হয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি উমর আটা বান্ডিয়ালের নেতৃ্ত্বে তিন সদস্যের বেঞ্চ নির্দেশ দেয় ১ ঘন্টার মধ্যেই ইমরানকে আদালতে পেশ করতে হবে। ইমরানকে আদালতে দেখে স্বস্তিও প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি জানান, যদি কোনও ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে তাঁকে গ্রেপ্তারের অর্থ কী? এভাবে আদালত চত্বর থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না বলেও পাকিস্তান সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে সুপ্রিম কোর্ট। গতকাল শুনানির সময় ইমরান অভিযোগ করেছিলেন, তাঁর উপরে নির্যাতন চলছে। তাঁকে শৌচালয়েও যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। ইমরানকে মুক্ত করার নির্দেশের পর পাকিস্তানের পরিস্থিতি তুলনামূলক ভাবে শান্ত। এদিন সুপ্রিম কোর্ট ১০ জন পিটিআই কর্মী-সমর্থককে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Jharkhand | ঝাড়খণ্ডে আবার আইইডি বিস্ফোরণ, গুরুতর জখম ২ নিরাপত্তাকর্মী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার বিকেলে ঝাড়খণ্ডের চাইবাসায় আইইডি...

KKR vs RCB | আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর সামনে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা রাখল কলকাতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নাইটদের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের...

Jnanpith Award | ‘সর্বোচ্চ সাহিত্য সম্মান’, জ্ঞানপীঠ পুরস্কার পেলেন বিনোদ কুমার শুক্লা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, ৫৯...

CM Mamata Banerjee | ‘সর্বক্ষণ যোগাযোগ থাকবে, ভালো থাকবেন’, লন্ডন সফরের আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈদ্যুতিক সাবস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে...