উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় জেরা থেকে অব্যাহতি চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বৃহষ্পতিবার এই আর্জি জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাপ দিচ্ছে তদন্তকারী সংস্থা। এর কিছুদিন আগে এক জনসভা থেকে অভিষেক একই রকম অভিযোগ করেন। এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষনে জানান, এই মামলায় অভিষেককে প্রয়োজনে জেরা করতে পারবে তদন্তকারী সংস্থা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক।
প্রাথমিক ভাবে এই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা সরানোর নির্দেশও দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। সেই মতো এই মামলা পাঠানো হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সেখানে অভিষেক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই পর্যবেক্ষণ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক।
কিন্তু বিচারপতি সিনহা সেই আর্জি খারিজ করে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দেন। একই সঙ্গে বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সহযোগিতাও করতে বলেন। এরপরই বৃহস্পতিবার মামলাটিতে পার্টি হিসেবে যুক্ত হয়েছেন অভিষেক। একই সঙ্গে ওই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদনও জানিয়েছেন। আগামীকাল শুক্রবার বিচারপতি সিন্হার একক বেঞ্চে এই মামলার শুনানি হবে।