Thursday, June 1, 2023
HomeBreaking Newsমুম্বই এর বোলিং নিয়ে ছেলেখেলা! ফের শতরান করে মন জিতলেন গুজরাটের শুভমন...

মুম্বই এর বোলিং নিয়ে ছেলেখেলা! ফের শতরান করে মন জিতলেন গুজরাটের শুভমন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলে ফের শতরান শুভমন গিলের। কিছুতেই ব্যাট থামছে না তাঁর। চলতি আইপিএলে শেষ চার ম্যাচে তিনটি শতরান করলেন গুজরাট টাইটান্সের এই ব্যাটার। আইপিএলের দ্বিতীয় প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এ বারের মরসুমে নিজের তৃতীয় শতরান করলেন তিনি।

শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুললেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। একের পর এক বল উড়ে যেতে থাকল গ্যালারিতে। রোহিতদের বিরুদ্ধে শুরুটা সাবধানে করলেও যত সময় এগিয়েছে তত ভয়ঙ্কর হয়ে উঠলেন তিনি। একের পর এক বড় শট মারা শুরু করলেন। উইকেটের চার দিকে শট মারছিলেন শুভমন। ৩২ বলে অর্ধশতরান করলেন তিনি। এক বার ৫০ পার হওয়ার পরে আর ব্যাট থামল না শুভমনের।

এদিন মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মাদের বোলিং নিয়ে ছেলেখেলা করলেন তিনি। মাত্র ৪৯ বলে শতরান করলেন এই ডানহাতি ব্যাটার। আগের ম্যাচে ৫ রান দিয়ে ৫ উইকেট নেওয়া আকাশ মাধওয়ালের এক ওভারে তিনটি ছক্কা মারেন তিনি। দ্রুত শতরানের কাছে পৌঁছন। শেষ পর্যন্ত লং অনে সিঙ্গল নিয়ে শতরান পূরণ করেন গিল। তাঁকে এগিয়ে এসে শুভেচ্ছা জানান প্রতিপক্ষ অধিনায়ক রোহিতও। শেষ পর্যন্ত ৬০ বলে ১২৯ রানে শেষ হল শুভমনের ইনিংস। ৭টি চার ও ১০টি ছক্কা মেরেছেন তিনি। দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়ে সাজঘরে ফিরেছেন শুভমন।

প্রসঙ্গত, এ বারের আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও আরসিবির বিরুদ্ধে শতরান করেছেন শুভমন। লিগ পর্বের শেষ দু’টি ম্যাচে তিন অঙ্কে পৌঁছেছিলেন তিনি। প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে না পারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার তাঁর ব্যাটে রান এল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments