Sunday, May 5, 2024
HomeExclusiveSiliguri bidhan market | শিলিগুড়ির বিধান মার্কেটের জমিজট কাটাতে জরিপের সিদ্ধান্ত এসজেডিএ’র

Siliguri bidhan market | শিলিগুড়ির বিধান মার্কেটের জমিজট কাটাতে জরিপের সিদ্ধান্ত এসজেডিএ’র

শিলিগুড়ি: বিধান মার্কেটের (Siliguri bidhan market) জমি জটিলতা কাটাতে জরিপের সিদ্ধান্ত নিল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) (SJDA)। নিরপেক্ষতা বজায় রাখতে জমি সংক্রান্ত সমীক্ষা করানো হবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে দিয়ে। তবে জরিপের সময় থাকবেন বিধান মার্কেট ব্যবসায়ী সমতির প্রতিনিধিরা। মঙ্গলবার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর একথা জানান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।

তিনি বলেন, ‘বিধান মার্কেটের সমস্যা কাটাতে জমি জরিপ করা অত্যন্ত প্রয়োজন। এসজেডিএ’র জমি কতটা রয়েছে, সেটা জানা এবং তার স্ট্যাটাস জানাও জরুরি। তাই সরকারি ব্যবসার মধ্যে দিয়ে সমীক্ষার (Survey) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সৌরভের পাশে বসে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাপি সাহা বলেন, ‘এসজেডিএ জমি জরিপ বা সমীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুশি। আশা করব ১৫ দিনের মধ্যে এই কাজ শুরু হবে এবং দাবিপূরণের ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যাব।’

তবে হিমাঞ্চল বিহারের এসজেডিএ কার্যালয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ব্যবসায়ী সমিতির অনেকেই বিষয়টি লোকসভা নির্বাচনের (Loksabha election) আইওয়াশ হিসেবে দেখছেন। বৈঠক শেষে যা নিয়ে তাঁদের এমন আলোচনাও করতে দেখা গিয়েছে। কোনও রাখঢাক না করে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, ‘দুয়ারে ভোট, তাই এমন উদ্যোগ। যিনি এসজেডিএ-র দায়িত্ব নেন তিনিই এমন আশ্বাস দেন। দায়িত্ব নিয়ে বলতে পারি, কিছুই হবে না।’

জমির মালিকানার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। একইসঙ্গে সমিতি বারবার লিজ এবং লাইসেন্স প্রথা প্রত্যাহারের দাবি করেছে। এন আর সেক্টরের ১৬০টি দোকানের ৯৯ বছরের লিজ রয়েছে। আবার মার্কেটের কয়েকটি দোকান পেয়েছে পাঁচ বছরের লাইসেন্স। ১১ মাসের লাইসেন্স রয়েছে কারও কারও। লিজ ও লাইসেন্স নিয়ে কেন ভিন্ন ভিন্ন নিয়ম থাকবে এসজেডিএ-র, এই প্রশ্নও একাধিকবার তুলেছে ব্যবসায়ী সমিতি। গত ১২ ডিসেম্বর উত্তরবঙ্গে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Cm Mamata Banerjee) হাতে একটি স্মারকলিপিও তুলে দেয় ব্যবসায়ী সমিতি। যার প্রেক্ষিতে সৌরভদের সঙ্গে বিধান মার্কেট নিয়ে আলোচনাও করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিন এসজেডিএ-র তরফে বৈঠক করা হয় বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে। লিজ নবীকরণ প্রসঙ্গে সৌরভ বলেন, ‘কিছু লোক লিজ পাবেন, কিছু মানুষ পাবেন না, এটা হতে পারে না। তাই এই অভিযোগও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এই কমিটিতে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা থাকবেন বলেও জানান তিনি। সমিতির তরফে যে ১৯ দফা দাবি রাখা হয়েছে, তা ধাপে ধাপে মেটানোর আশ্বাস দেন। এদিন বৈঠকে এসজেডিএ-র দুই ভাইস চেয়ারম্যান অমর সিং রাই ও দিলীপ দুগার সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sandeshkhali Viral video | সিবিআইয়ের ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলুক, বিজেপিকে তোপ অভিষেকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির স্ট্রিং অপারেশনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির দাবি প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিও বানানো হয়েছে রাজনৈতিক...

Bagdogra | খুনের এক মাস পর ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার অভিযুক্ত আইনজীবী

0
বাগডোগরা: খুনের ঘটনায় (Murder Case) এক মাস ফেরার থাকার পর গ্রেপ্তার হল অভিযুক্ত আইনজীবী (Lawyer Arrested) রজত চক্রবর্তী। তবে ঘটনায় আরেক অভিযুক্ত রজতের স্ত্রী...

China Drone | পঞ্জাবে পাক সীমান্তে উদ্ধার ২টি চিনা ড্রোন

0
চণ্ডীগড়: পঞ্জাবের অমৃতসর জেলার সীমান্ত এলাকা থেকে রবিবার দুটি চিনা ড্রোন উদ্ধার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিএসএফ জানিয়েছে, অমৃতসরের হারদো রতন গ্রামের একটি...

Accident | পুকুরে লুকোচুরি খেলতে গিয়ে বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু ৮ বছরের বালিকার...

0
করণদিঘিঃ পুকুর পাড়ে লুকোচুরি খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক বালিকার। রবিবার বিকেলে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে করণদিঘি থানার অধীন সারগাঁও গ্রামে।...

Jharkhand | ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ! আটক ৪ কিশোর

0
রামগড় (ঝাড়খণ্ড): ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৪ কিশোরের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে অভিযুক্তরা। ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড়ের। পুলিশ অভিযুক্তদের...

Most Popular