Friday, May 3, 2024
HomeExclusiveSiliguri GRP | দেড় মাসে ৫১ জনকে উদ্ধার জিআরপির

Siliguri GRP | দেড় মাসে ৫১ জনকে উদ্ধার জিআরপির

রাহুল মজুমদার, শিলিগুড়ি: কাউকে কাজের প্রলোভন দেখিয়ে, আবার কাউকে অপহরণ করে পাচার করে দেওয়া হচ্ছিল ভিনরাজ্যে। কিন্তু শিলিগুড়ি জিআরপির (Siliguri GRP) সক্রিতায় পাচারের আগেই সেইসব নাবালক-নাবালিকাদের উদ্ধার করা গিয়েছে।

গত জানুয়ারি থেকে চলতি মাসের হিসেব ধরে এখনও পর্যন্ত ২২ জন নাবালিকা এবং ২৯ জন নাবালককে উদ্ধার করতে পেরেছে শিলিগুড়ি জিআরপি। প্রত্যেককেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। জানিয়েছেন এসআরপি শিলিগুড়ি জিআরপি এস সেলভামুরুগান।

উত্তরবঙ্গের (North Bengal) একদিকে অসম-বাংলা সীমানা, অপরদিকে ফরাক্কা পর্যন্ত বিস্তৃত এলাকা শিলিগুড়ি জিআরপির অধীনে। গত দেড় মাসে এই এলাকার জিআরপি থানা এলাকা থেকে একের পর এক নাবালক এবং নাবালিকাকে (Minor) উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সব থেকে বেশি রয়েছে মালদা এবং ডুয়ার্সের চা বলয়ের ছেলেমেয়ে। অনেকে আবার রাগ করে বাড়ি থেকে পালিয়ে চলে আসে।

রবিবার রাতেও আলিপুরদুয়ার জংশন জিআরপি এক নাবালিকাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদ করে পুলিশকর্মীরা জানতে পারেন, বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে পালিয়ে এসেছে সে। পরে তার পরিজনদের ডেকে বুঝিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয় সেই নাবালিকাকে।

আবার রবিবারই নিউ কোচবিহারে দুই নাবালককে উদ্ধার করে জিআরপি। এরা দুজনেই কোচবিহারের পুণ্ডিবাড়ির বাসিন্দা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। দুজন বাড়ি থেকে পালিয়ে ট্রেন চেপে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিল।

অন্যদিকে, গত জানুয়ারি মাসে ১ লক্ষ ৯ হাজার ৮৫০ কেজি গঁাজা উদ্ধার করেছে শিলিগুড়ি জিআরপির অধীনে থাকা বিভিন্ন থানা। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি ৫২টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন শিলিগুড়ি জিআরপির কর্মীরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CV Ananda Bose | রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ চন্দ্রিমার, ঢুকতে পারবে না পুলিশও

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ করা হল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya)। রাজভবন চত্বরে পুলিশেরও প্রবেশ নিষিদ্ধ করেছেন রাজ্যপাল (Bengal...

Josh Baker | মাত্র ২০-তেই প্রয়াত ব্রিটিশ স্পিনার জশ বেকার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র ২০ বছর বয়সেই প্রয়াত ইংল্যান্ডের জনপ্রিয় স্পিনার জশ বেকার। ওরচেস্টারশায়ার ক্রিকেট ক্লাবের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। তাঁর...

Rahul Gandhi | সনিয়ার কেন্দ্র রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। সোনিয়া গান্ধির (Sonia Gandhi) ছেড়ে যাওয়া আসন উত্তরপ্রদেশের রায়বরেলি (Raebareli) থেকে লড়বেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। অন্যদিকে আমেথি...

Drug recovery | স্কুটারের পাদানিতে লুকোনো ছিল সাড়ে তিন কোটির মাদক, যুবককে ধরল পুলিশ

0
ফালাকাটা: মাত্র ১ মাস ১ দিনের ব্যাবধান। ফের বিপুল পরিমান ব্রাউন সুগার জাতীয় নিষিদ্ধ মাদক (Drug recovery) সহ ১ যুবককে গ্রেপ্তার করল ফালাকাটা থানার...

Madhyamik 2024 | বাবা দিনমজুর, মেধাতালিকায় স্থান না পেলেও মাধ্যমিকে নজর কাড়ল দীপজয়

0
চ্যাংরাবান্ধা : মেধাতালিকায় তার স্থান হয়নি চ্যাংরাবান্ধা (Changrabandha) গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকার বাসিন্দা দীপজয় সরকারের। সেই প্রত্যাশাও ছিল না তার। কিন্তু দিনমজুর ঘরের ছেলে...

Most Popular