সামসীঃ এক ব্যাংক কর্মীর কাছ থেকে দুই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে সামসী ঘাসিরাম মোড় এলাকায়। ভরদুপুরে একজন ব্যাংক কর্মীর কাছ থেকে ছিনতাই এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্ডারন এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অধীন এক গ্রাহক পরিষেবা কেন্দ্র(সিএসপি)রয়েছে। ওই সিএসপির মালিক টিংকু সাহা। টিংকু সাহা জানায়, পবিত্র রমজান মাস চলছে। তাই এদিন সিএসপিতে প্রচুর গ্রাহক ছিল। সেই কারণেই সামসী এসবিআই শাখায় টাকা আনার জন্য তিমথি মুর্মু নামের এক কর্মীকে পাঠিয়েছিলাম। তিনি দুই লক্ষ তিরিশ হাজার টাকা তুলে একটি টোটোতে করে কান্ডারন ফিরছিলেন। কিন্তু টোটোর পিছন দিক থেকে একটি বাইকে করে দুজন এসে টোটোতে বসে থাকা তিমথি মুর্মুর হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেন।
বিষয়টি জানাজানি হতে প্রচুর মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। ঘটনার খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সামসী ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে দুই ছিনতাইকারীকে সনাক্ত করার চেষ্টা করছেন।
ওই সিএসপির মালিক টিংকু সাহা এই ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দায়ের করেছেন সামসী পুলিশ ফাঁড়িতে। সে জানায়, টাকা উদ্ধার না হলে তার বিশাল ক্ষতি হবে। ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন। তিনি চান তার টাকা উদ্ধার করে পুলিশ তাকে ফিরিয়ে দিক। এদিকে সিএসপি কর্মীর দাবি, ছিনতাইকারীরা ব্যাংক থেকেই তাঁর পিছু নিয়েছিলে। তাঁর ঘাড়ে কিছু একটা ছিটিয়ে দিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সামসী ব্যবসায়িক সমিতির সম্পাদক মতিউর রহমান জানান, সামসীর প্রতিটি ব্যাংকে আরও বেশি বেশি করে পুলিশি নিরাপত্তা বাড়ানো দরকার। যাতে গ্রাহকরা ছাড়া ব্যাংকে কোনও অসাধু লোক প্রবেশ করতে না পারে।