নয়াদিল্লি: যন্তর মন্তরের ধর্না মঞ্চ থেকে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন আন্দোলনকারী কুস্তিগিররা। শনিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুস্তিগির ভিনেশ ফোগট বলেন, ‘আমরা আমাদের লডাই নিজেরাই লড়ছি, কারোর সমর্থন প্রয়োজন নেই। গোটা দেশ আমাদের লড়াইয়ের খবর জানে, সৌরভ গঙ্গোপাধ্যায় যদি তা না জেনে থাকেন তাহলে আমাদের কাছে এসে জেনে যান। আমরা ওঁর কাছে খবর জানাতে যাব না।’ ফোগট এও জানান, ‘অনেকেই আমাদের সমর্থনে সরব হয়েছেন, অনেকে জেনেও মুখে কুলুপ এঁটে রয়েছেন। এটা দুর্ভাগ্যজনক। কারোর প্রতি আমাদের কোনও অভিযোগ নেই। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব যতদিন না অভিযুক্তের শাস্তি হয়।’
বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে দেশের কুস্তিগিররা আন্দোলনে নেমেছেন। সম্প্রতি একটি টিভি শোয়ে হাজির হয়ে এনিয়ে সৌরভ বলেন, ‘ওঁদের যুদ্ধ ওঁদেরকেই লড়তে দিন। আমি জানি না ওখানে কী হচ্ছে। শুধু সংবাদপত্রে বিষয়টা জানি। খেলার জগতে থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, যতক্ষণ না তোমার কোনও বিষয়ে পুরোপুরি জ্ঞান থাকে সেটা নিয়ে তোমার কথা বলা উচিত নয়। শুধু এটা আশা করব সব মিটে যাবে। দেশের হয়ে কুস্তিগিররা অনেক সাফল্য এনেছে। সবটার সমাধান মিলবে বলেই আশা করছি।’
শনিবার যন্তর মন্তরে কুস্তিগিরদের বক্তব্য থেকে একথা স্পষ্ট হল যে দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের গা বাঁচিয়ে মন্তব্য তাঁরা মোটেই ভালো চোখে দেখছেন না। রবিবার ধর্নায় বসা কুস্তিগিরদের সমর্থনে দিল্লির রাজপথে নামবেন হাজার হাজার কৃষক, যার জেরে রাজধানী অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা।