দালাস: টেক্সাসের একটি শপিংমলে বন্দুকবাজের হানা। ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭ জন। টেক্সাস পুলিশ সূত্রে খবর, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। টেক্সাসের দালাস শহরের উত্তরপ্রান্তের একটি অভিজাত শপিংমলে হামলা চালায় বন্দুকবাজ। জানা গিয়েছে, মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
ঘটনার পরই গোটা মলকে ঘিরে রেখেছে টেক্সাস পুলিশ। কীভাবে এই হামলা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও পরে পুলিশ ওই বন্দুকবাজকে গুলি করে নিকেশ করেছে।