Saturday, May 4, 2024
HomeBreaking Newsমোদীর 'ফ্রেঞ্চ কানেকশন' নিয়ে বিতর্ক, জল্পনা

মোদীর ‘ফ্রেঞ্চ কানেকশন’ নিয়ে বিতর্ক, জল্পনা

নয়াদিল্লি: গুস্তাভ ফ্লব্যেয়র, বঁদলেয়ার, আপোলিনেঁয়-এর দেশের সঙ্গে তাঁর সম্পর্ক আজকের নয়, সুদীর্ঘ চার দশকের৷ প্যারিসে প্রবাসী ভারতীয়দের প্রতি বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, প্রায় ৪০ বছর আগে ভারতের প্রথম ব্যক্তি হিসেবে আহমেদাবাদের ‘অ্যালিয়াঁস ফঁসে’র সদস্যপদ গ্রহণ করেছিলেন তিনি। গোটা বিশ্বেই ফরাসী ভাষা ও সংস্কৃতির প্রচার করে থাকে ফ্রান্সের সাংস্কৃতিক কেন্দ্র ‘অ্যালিয়াঁস ফঁসে’।আজও সংস্থার পরিচয়পত্র গর্বের সঙ্গে সংগ্রহে রেখেছেন তিনি। প্যারিসের বিখ্যাত ‘লা সেইন মিউজিকাল’ প্রেক্ষাগৃহে, ফ্রান্সে বসবাসকারী ভারতীয়দের সামনে বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদীর এই দাবি নিয়ে সাড়া পড়েছে ভারতে। একদিকে মোদীর প্রশস্তিতে যখন পঞ্চমুখ তাঁর অনুগামীরা, অন্যদিকে তাঁর বক্তব্য কেন্দ্র করে ভ্রুঁ কুঁচকেছে বিরোধী দলীয় শিবির।

বৃহস্পতিবার, ১৩ জুলাই, দু দিনের সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। ফরাসি বিপ্লবের সময় এই দিনেই ধ্বংস হয়েছিল ঐতিহাসিক বাস্তিল দুর্গ। ফ্রান্সের জাতীয় দিবসের আগে সেই দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনিই এই অনুষ্ঠানের মূল অতিথি। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফ্রান্সের জাতীয় দিবসের কুচকাওয়াজে যোগ দিতে পারার সুযোগ পাওয়ায়, এই সফর তাঁর কাছে বিশেষ সম্মানের বলে জানিয়েছে তিনি। তবে এসব ছাপিয়ে উঠে এসেছে তাঁর ফরাসি প্রেমের প্রসঙ্গ। গতকাল প্যারিসে প্রবাসী ভারতীয়দের সম্বোধন করতে গিয়ে মোদী বলেন, ‘ব্যক্তিগতভাবে ফ্রান্সের প্রতি আমার ভালবাসা দীর্ঘদিনের। প্রায় ৪০ বছর আগে গুজরাটের আহমেদাবাদে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র, ‘অ্যালিয়াঁস ফঁসে’র যাত্রা শুরু হয়েছিল। আজ সেই সংস্থার প্রথম ভারতীয় সদস্য আপনাদের সামনে বক্তৃতা দিচ্ছেন। কয়েক বছর আগে, ফরাসি সরকার আমাকে সেই পরিচয়পত্রের একটি ফটোকপি দিয়েছিল। আমার কাছে এটি আজও অত্যন্ত মূল্যবান।’ প্রধানমন্ত্রী তাঁর ‘আলিয়াঁস ফঁসে’র সদস্যপদ গ্রহণের কাহিনি জানানোর পরই, প্রধানমন্ত্রী দপ্তরের তরফে পরিচয়পত্রের একটি ছবি ও রসিদ প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পরিচয়পত্রটি ১৯৮১ সালের ৫ ডিসেম্বরের। ১২৫ টাকা দিয়ে সদস্যপদ নিয়েছিলেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যকেই ‘অতিকথন’ বলে দাবি করেছেন ‘অ্যালিয়াঁস ফঁসে-আহমেদাবাদে’র তৎকালীন ডিরেক্টর, ৭৩ বর্ষীয় অ্যাকিলি ফর্লার। তিনি জানিয়েছেন, ‘নরেন্দ্রভাই অবশ্যই অ্যালিয়াঁস ফঁসে’র প্রথমদিককার একজন সদস্য, কিন্তু প্রথম ভারতীয় সদস্য তিনি নন।’ তিনি এও বলেন, ‘সে সময় যে তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন, আরএসএস-এর শাখা প্রচারক সে কথা আমার জানা ছিল না।’ ভারত সরকার থেকে প্রকাশ্যে আনা মোদী ফরাসি পরিচয় পত্র ও রসিদে দেখা গেছে তাঁর ক্রমিক সংখ্যা ‘এ-০১১’ অর্থাৎ তিনি প্রথম ভারতীয় সদস্য নন ‘অ্যালিয়াঁস ফঁসে’র; তাঁর আগেও আরও দশজন ব্যক্তি আছেন। তবে অ্যাকিলি ফর্লার, বর্তমানে মুম্বইবাসী ও পূর্বে ফরাসি দূতাবাস আধিকারিক জানাচ্ছেন, ‘মোদীর সঙ্গে খুবই সখ্যতা ছিল। তিনি নিয়মিত সংস্থায় আসতেন, সংস্থার বিভিন্ন কাজেও অংশ নিতেন। প্রায় ৮ বছর তিনি সংস্থার সাথে জড়িত ছিলেন। তবে তিনি প্রথম ভারতীয় সদস্য নন। গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কেন্দ্রে আসেননি তিনি।’ ‘অ্যালিয়াঁস ফঁসে’র বর্তমান ডিরেক্টর ইমানুয়েল বঁতিউ জানান, ‘মোদীর এই ভাষণে আমরা খুশি৷ আমাদের একজন সদস্য দেশের প্রধানমন্ত্রী, এ খবর আমরা জানতাম, কিন্তু কখনও তা প্রকাশ্যে আনিনি। এই সংস্থা রাজনীতির ঊর্ধ্বে।’ যদিও সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্ষীয়ান ফটোগ্রাফার পরমানন্দ দলওয়াড়ি বলেন, ‘আমি এই সংস্থার প্রতিষ্ঠার প্রথমদিন থেকে জড়িত৷ যদিও নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো সাক্ষাৎ মনে পড়ছে না। তিনি অবশ্য তখন এতটাও বিখ্যাত হননি।’ নরেন্দ্র মোদীর অ্যালিয়াঁস ফঁসে’র সদস্যতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলীয় নেতারাও। প্রবীন কংগ্রেস নেতা এবং রাজ্যসভা সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী একজন সর্বগুণসম্পন্ন ব্যক্তি। তিনি অ্যালিয়াঁস ফঁসে’র সদস্য হতেই পারেন। তবে অতীতে তাঁর ডিগ্রি নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছিল, তা আজও কাটেনি। তার সত্যতা আগে যাচাই হোক, তার পর না হয় তাঁর ফ্রেঞ্চ কানেকশন নিয়ে ভাবা যাবে।’ তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন জানান, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। এই নিয়ে সত্যিই কিছু বলার নেই। তাঁর অনুগামী, সতীর্থরা এ নিয়ে মাতামাতি করুন। আমরা না হয় সাধারণ মানুষের জন্য ভাবি।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Darjeeling | পাহাড়ে গিজগিজে ভিড়, সুযোগ বুঝে চড়া ভাড়া!

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। স্বস্তি নেই উত্তরেও। শরীরটাকে তাই ‘কুল’ রাখতে পাহাড়মুখী হচ্ছে জনতা। শৈলরানি দার্জিলিং (Darjeeling) তো ক’দিন ধরেই গিজগিজ করছে...

Kareena Kapoor | নতুন দায়িত্বে সইফ ঘরনি! ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় রাষ্ট্রদূত পদে নিযুক্ত করিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor)। বলিউডে (Bollywood) দুই দশক কাটিয়ে ফেলেছেন তিনি। অভিনেত্রী হওয়ার পাশাপাশি দুই...
Accountant arrest with crores of rupees

Siliguri | সাত বছর ধরে প্রতারণা! কোটি কোটি টাকা নিয়ে ধৃত হিসেব রক্ষক

0
শিলিগুড়ি: সাত বছর ধরে শোরুমের হিসেব রক্ষকের দায়িত্বে ছিলেন। ব্যাংক স্টেটমেন্টও প্রতিমাসে পৌঁছে দিতেন মালিকের হাতে। মালিকও বিশ্বাস করতেন তাঁকে। কিন্তু প্রশ্ন ছিল একটাই।...

MJN Medical College | নার্সকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে, এমজেএন মেডিকেলে হুলুস্থুল

0
কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে (MJN Medical College) এক নার্সকে মারধরের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। দু’জনেই সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন। ঘটনার প্রতিবাদে হাসপাতাল...

Most Popular