উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশে ২০১৬ সালের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্চ করে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এসএসসি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনি জনসভা থেকে জানিয়েছিলেন, সরকার চাকরিহারাদের পাশে থেকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাবে। সেই মতো হাইকোর্টের রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এসএসসি।
এদিন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘সিবিআই তদন্তে পাঁচ হাজার চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল। ১৯ হাজারের বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন, যাঁরা এই মুহূর্তে চাকরিহারা। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষেই আমরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করছি।’
প্রসঙ্গত, সিদ্ধার্থ মজুমদার সোমবার জানিয়েছিলেন, হাইকোর্টের এই রায়ে তিনি খুশি নন।কারণ পাঁচ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবৈধ ভাবে চাকরি পাওয়ার, তাহলে কেন বাতিল করা হল ২৬ হাজার চাকরি? সেইদিনই তিনি ঘোষণা করেছিলেন আইনজীবী এবং রাজ্যের সঙ্গে পরামর্শ করে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।সেই মতোই চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে এদিন সুপ্রিম কোর্টে এসএলপি করল এসএসসি।