উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে গত ২৮ অগাস্ট রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করানোর ইঙ্গিত দিয়েছিলেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই বিষয়ে একটি মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সেই মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করল।
আদালত সুত্রে জানা যাচ্ছে, এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, যতক্ষণ না রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হচ্ছে, ততক্ষণ রাজ্যের সমস্ত কলেজে আইনত ছাত্র সংসদের নির্বাচন করানো সম্ভব নয়। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, রাজ্যপালের উপাচার্য নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে আর সেকারণেই এই মুহূর্তে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয়। যদিও কলকাতা হাইকোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করানো হবে। পাশাপাশি বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দিয়েছিলেন অ্যান্টি র্যাগিং স্কোয়াড গঠনের। এছাড়াও যাবতীয় নিয়ম মেনে রাজ্য সরকারকে সংসদ নির্বাচন করানোর নির্দেশ দিয়েছিল আদালত। অন্যদিকে ঋষভ সাহা নামে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া রাজ্যের প্রায় ৫০০টি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে আদালত রাজ্যের অবস্থানের কথা জানতে চেয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালতকে এদিন রাজ্য সরকারের অবস্থানের কথা জানিয়েছে অ্যাডভোকেট জেনারেল।