হুগলি: রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। ফলে এই প্রকল্প এখন বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনেই পঞ্চায়েত ভোট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেন ভোটবাক্সে বিজেপিকে পিছিয়ে না দেয় তার জন্য নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হুগলিতে লক্ষ্মীর ভাণ্ডারের পালটা হিসেবে নারায়ণ ভাণ্ডারের ঘোষণা করলেন সুকান্ত।
এদিন পাণ্ডুয়ার খন্যানে যুব মোর্চার এক সম্মেলনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে তিনি বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী ৫০০ টাকা ঘুষ দিয়ে ভাবছেন আমাদের বাড়ির মহিলাদের কিনে নিয়েছেন।’
পাশাপাশি তিনি বলেন, ‘গ্রামের মানুষকে তৃণমূল বুঝিয়েছে, বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।’ এরপরই তিনি জানান, বিজেপি ২০০০ টাকা দেওয়ার বন্দোবস্ত করবে। পাশাপাশি কর্মসংস্থানও করবে। এদিন সুকান্ত’র সঙ্গে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা।