কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের দন্ত বিভাগের পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বুধবার সংশ্লিষ্ট বিভাগের দুটি মেশিন উদ্বোধনে যান তিনি। সেখানে গিয়ে দেখতে পান, ওই বিভাগটি অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। বিভিন্ন মেশিনে ধুলোবালি জমে রয়েছে। রয়েছে রক্তের দাগও। বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেন পার্থপ্রতিমবাবু। সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘সাতদিনের মধ্যে সব পরিষ্কার করতে হবে।’ সাতদিন পর তিনি নিজে ফের সেখানে গিয়ে সব দেখবেন বলে জানান।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থপ্রতিমবাবু বলেন, ‘দন্ত বিভাগের জন্য স্কেলিং এবং আরসিটি মেশিন উদ্বোধন করা হল। এখন থেকে ব্যয়বহুল এই দুটি পরিষেবা এখান থেকেই রোগীরা পাবেন। এখানে বেশকিছু সমস্যা দেখলাম। আগামী সাতদিনের মধ্যে সমস্যা মিটে যাবে।’ পাশাপাশি এদিন হাসপাতালের মাতৃমা বিভাগে সাতটি অত্যাধুনিক লেবার বেডের উদ্বোধন করা হয়। এতদিন সাধারণ বেডেই প্রসূতি মহিলারা সন্তান প্রসব করতেন। অত্যাধুনিক বেডগুলি হওয়ায় সেই প্রক্রিয়ায় অনেকটাই সুবিধা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে পার্থপ্রতিমবাবুর পাশাপাশি এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ সহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।