Tuesday, May 7, 2024
HomeBreaking News'আইনি লড়াইয়ের টাকা নেই', নিজেকে 'কপর্দকশূন্য' দাবি করে অন্তর্বর্তী জামিন চাইলেন সুকন্যা

‘আইনি লড়াইয়ের টাকা নেই’, নিজেকে ‘কপর্দকশূন্য’ দাবি করে অন্তর্বর্তী জামিন চাইলেন সুকন্যা

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: ‘চিরদিন কাহারো সমান নাহি যায়’, নজরুল বলেছিলেন। সেই কথাই অক্ষরে অক্ষরে ফলছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপশালী মণ্ডল পরিবারের ক্ষেত্রে। গোরুপাচার মামলায় এদিন ইডির যাবতীয় অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ছ-সপ্তাহের জন্য অন্তবর্তী জামিনের আবেদন করেছেন সুকন্যা মণ্ডল। অনুব্রত কন্যার দাবি, নিজের আইনি লড়াইয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান করার জন্যই তাঁর অবিলম্বে অন্তবর্তী জামিন দরকার। ইডি তাঁর যাবতীয় সম্পত্তি অ্যাটাচ করে নেওয়ায় তিনি কার্যত ‘কপর্দকশূন্য’, এমনকি নিজের আইনজীবীদের ‘ফি’ দিতেও অপারগ। কোনও নামী আইনজীবীকে নিয়োগ করতেও তাঁর হাতে পর্যাপ্ত টাকা নেই, দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে দায়ের করা আবেদনে লিখিতভাবে দাবি জানিয়েছেন সুকন্যা। রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ সিবিআই বিচারক রঘুবীর সিং সুকন্যার আবেদনের পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জবাব তলব করেছেন। ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

সুকন্যা পেশায় স্কুল শিক্ষিকা। অথচ তাঁরই অঙ্গুলিহেলনে না কি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হত গোরুপাচার কাণ্ড থেকে অর্জিত বিরাট অঙ্কের কালো টাকা, দেশের বিভিন্ন আদালতে এমনই অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই প্রসঙ্গে ইডির অভিযোগ ছিল, গোরুপাচার কাণ্ডের জেরে বিদেশ থেকেও সুকন্যার অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা ঢুকেছে। বীরভূমের বিভিন্ন জায়গায় সুকন্যার নামে ও বেনামে সম্পত্তির বিষয়েও অভিযোগ করেছিল ইডি।

তাত্‍পর্যপূর্ণ হল, রাউজ অ্যাভিনিউ আদালতে দায়ের করা আবেদনে ৩২ বছর বয়সী অনুব্রত কন্যা আরও দাবি জানিয়েছেন, তাঁর বাবা এবং তিনি নিজে তিহার জেলে বন্দি থাকায় তাঁদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠরা কেউই এগিয়ে আসছেন না আর্থিক সহায়তার জন্য। সুকন্যার মা আগেই প্রয়াত হয়েছেন, এই পরিস্থিতিতে তাঁকে সাহায্য করার মতো বাড়িতে কেউই নেই।

অনুব্রত কন্যার দাবি, ছ-সপ্তাহের জন্য অন্তবর্তী জামিন পেলে তিনি প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারবেন। তাঁকে নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তী জামিন দেওয়া হলে তিনি আদালতের নির্দেশ মেনেই চলবেন, আবেদনে সাফ জানিয়েছেন সুকন্যা। এসবের মাঝে মঙ্গলবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হতে পারে গোরুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত তিহার জেলবন্দি অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে সুকন্যা, সেহগল হোসেন ও সতীশ মিশ্রকে। অনুব্রত মণ্ডলের তরফে আদালতে আর্জি জানানো হয়েছে, বিশেষ সিবিআই বিচারক রঘুবীর সিং-এর বেঞ্চ থেকে তাঁর মামলা স্থানান্তর করে অন্য বেঞ্চে পাঠানো হোক। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কী সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকেই নজর সকলের।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Malda | টোটোয় দলীয় পতাকা লাগিয়ে বুথে ভোটার আনার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

0
হরিশ্চন্দ্রপুর: টোটোর মধ্যে তৃণমূলের পতাকা লাগিয়ে গ্রামের বয়স্ক ভোটারদের নিয়ে বুথে আসার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এমনই ছবি ধরা পড়ল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর...
CM Mamata Banerjee Images

CM Mamata Banerjee | ‘আমি খুশি’, চাকরি বাতিল মামলায় সুপ্রিম নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি মামলা (SSC Recruitment Case) নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। তাতে তিনি খুশি বলে জানিয়েছেন...

Harischandrapur | নাম বিভ্রাট! বুথ কর্মীদের ভুলে একে অপরের ভোট দিলেন দুই শিউলি     

0
হরিশ্চন্দ্রপুরঃ দুই মহিলার নামই শিউলি খাতুন। তাঁদের ভোটকেন্দ্র একই বুথে। গ্রামও এক। আর সেখানেই এই একই নামের দুই ভোটার একে অপরের ভোটদান করে চলে...

Sikkim Snowfall | উত্তর সিকিমে ফের তুষারপাত, সাদা চাদরে ঢাকল জিরো পয়েন্ট

0
শিলিগুড়ি: দমকা হাওয়ায় রাস্তায় পা রাখা দায়। এক পশলা বৃষ্টিতে সব রাস্তাই পিচ্ছিল। এমন পরিস্থিতিতে দুপুরের মধ্যে খবর এল, উত্তর সিকিমের (North Sikkim) জিরো...

CM Mamata Banerjee | দুর্গাপুরে কীর্তি আজাদের সমর্থনে রোড শো মমতার

0
দুর্গাপুর: এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাখির চোখ শিল্পনগরী দুর্গাপুর (Durgapur)। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি...

Most Popular