সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Suvendu Adhikari | প্রসূনকে শাহজাহানের সঙ্গে তুলনা, হবিবপুর থেকে হুংকার শুভেন্দুর

শেষ আপডেট:

মালদা: উত্তর মালদার হবিবপুর বিধানসভার কেন্দপুকুরে বিজেপি (BJP) প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে বিজয় সংকল্প সভা থেকে হুংকার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। চিরাচরিত ভঙ্গিতে মঞ্চ থেকে বৃহস্পতিবার তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। দুর্নীতি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে সরব হন তিনি। তোপ দাগলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থীকেও। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে শাহজাহানের সঙ্গে তুলনা করেন বিজেপি নেতা।

এদিন বক্তব্যের শুরু থেকেই তৃণমূলকে (TMC) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দুর অভিযোগ, পুনরায় সিএএ (CAA) নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল। সিএএ মানুষকে নাগরিকত্ব প্রদান করবে। কারও নাগরিকত্ব কেড়ে নেবে না। শুভেন্দুর দাবি, উত্তর মালদায় বিজেপি ইতিমধ্যেই জিতে গিয়েছে। দ্বিতীয় স্থান নিয়ে প্রতিযোগিতা হচ্ছে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে।

তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দুর মন্তব্য, ‘উনি পুলিশ সুপার এবং ডিআইজি থাকাকালীন মালদা এবং বালুরঘাটে বহু অপকর্ম করেছেন। ওঁনার নেতৃত্বে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে ভোট লুঠ হয়েছে এই এলাকাগুলোতে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ও শেখ শাহজাহান।’ মোদি স্তুতি করতে গিয়ে শুভেন্দু বলেন, ‘মোদিজি (PM Narendra Modi) কথা দিয়ে কথা রেখেছেন। ৫০০ বছর পর রাম মন্দির নির্মাণ করেছেন। কর্মীদের রামনবমীর প্রস্তুতির বার্তাও দেন তিনি।’ মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অভিযোগ করেন, ‘মমতা গাজোলে এসে রাজবংশী এবং মতুয়াদের অপমান করেছিল। তার বদলা এখানকার মানুষদের নিতে হবে।’ জেলার পরিযায়ী সমস্যা থেকে শুরু করে নারী নিরাপত্তা ইস্যু নিয়ে রাজ্য সরকারকে একের পর এক তোপ দাগেন বিজেপি নেতা।

শুভেন্দুর নিশানা থেকে বাদ জাননি প্রশাসনিক আধিকারিকরাও। মালদার পুলিশ সুপার এবং হবিবপুরের বিডিওর উদ্দেশ্যে সাবধানি বার্তা দেন শুভেন্দু। দাবি করেন, ‘যতই যা করুন আপনারা কিন্তু কোনওমতে তৃণমূল জিতবে না।’ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুর বক্তব্য, ‘তৃণমূলের সকলেই শেখ শাহজাহান। তাই প্রসূনকেও বলেছি। উনি এখানে তৃতীয় স্থানে থাকবেন। পুলিশে থাকাকালীন তো সম্পূর্ণ তৃণমূলের দলদাস ছিলেন। খগেন মুর্মুর জয় অবধারিত।’

বুধবার রাতে মালদায় এসে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা। বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ হবিবপুর ব্লকের কেন্দপুকুর স্কুল সংলগ্ন ময়দানে খগেন মুর্মুর সমর্থনে বিজয় সংকল্প সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত সহ আরও অনেকে। এদিনের জনসভায় মূলত হবিবপুর এবং গাজোল বিধানসভার কর্মীরা উপস্থিত ছিলেন। ব্যাপক সংখ্যায় কর্মীদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এদিকে শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে পালটা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসির কটাক্ষ, ‘কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরণের মন্তব্য করতে পারেন না। বিজেপি কত ভোটে হারবে সেটা উনিও গুনে শেষ করতে পারবেন না।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Darjeeling | সাদা গায়ে কালো ডোরাকাটা দাগ! দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ আকাশ ও নাগমণি

দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল...

Balurghat | ফের জয়েন্ট বিডিও-র পরিচয় দিয়ে চাকরির টোপ, প্রতারণার শিকার বোল্লার যুবক   

বালুরঘাট: ফের বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও-র নামে প্রতারণার অভিযোগ।...

Tapan | সাধুকে আটকে রেখে শ্মশানের পাম্পমেশিন নিয়ে পালাল দুষ্কৃতীরা! বিক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীর

তপন: শ্মশানের কাজের দেখভালের দায়িত্বে থাকা এক সাধুকে আটকে...

Elephant attack | সীমান্ত পেরিয়ে ভুট্টাখেত তছনছ করল নেপালের হাতি, বড়সড়ো ক্ষতি চাষিদের  

কিশনগঞ্জ: জমিতে ফলেছে ভুট্টা। আর এই ভুট্টার লোভেই নেপালের...