ময়নাগুড়ি: রবিবার ঝড়ে বিপুল ক্ষতি হয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri storm) বিস্তীর্ণ এলাকার। ময়নাগুড়িতে (Maynaguri) মৃত্যু হয়েছে সমর রায় ও গজেন রায় নামে দুই ব্যক্তির। ঝড়ে তাঁদের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বৃহস্পতিবার মৃতদের পরিবারের জন্য টিন দিয়ে নিজে ঘর তৈরি করে দিলেন ময়নাগুড়ি থানার আইসি (IC) সুবল ঘোষ।
এদিন আইসিকে রীতিমতো বাঁশ কেটে দড়ি দিয়ে বেঁধে ঘরের কাঠামো তৈরি করতে দেখা যায়। এছাড়াও মৃতদের পরিবারের সদস্যদের জন্য নিয়মিত ফল ও অন্যান্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। ঝড়ে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়িতে নার্সিংহোমে চিকিৎসাধীন ২ জনের চিকিৎসার তদারকি করেন আইসি। আইসির ভূমিকার প্রশংসা করেছেন ঝড় বিধ্বস্ত এলাকার বাসিন্দারা।