Friday, April 26, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গCentral Team | শীতকালে কেন পড়ুয়াদের জুতো নেই?‌ রাজ্যে এসে প্রশ্ন কেন্দ্রীয়...

Central Team | শীতকালে কেন পড়ুয়াদের জুতো নেই?‌ রাজ্যে এসে প্রশ্ন কেন্দ্রীয় দলের, জবাব দিলেন ব্রাত্য  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শীতকালে (Winter) কেন পড়ুয়াদের জুতো (shoe) নেই?‌ নজরে আসতেই দুই আদিবাসী প্রধান জেলার স্কুলগুলি পরিদর্শন করে এমন তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। গত দু’দিন ধরে কেন্দ্রীয় প্রতিনিধিদল (Central team) পরিদর্শন করেন বাঁকুড়া (Bankura) ও পুরুলিয়ার (Purulia) একাধিক স্কুল। এই নিয়ে তাঁরা একটি রিপোর্ট দিয়েছে। রিপোর্টে লেখা আছে তালড্যাংরার মুগাই প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের খালি পায়ে স্কুলে দেখা গিয়েছে। কেন্দ্রীয়দলের এই রিপোর্ট নিয়ে সমালোচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya basu)।

রাজ্যের শিক্ষার পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্যে এসেছে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধ ও বৃহস্পতিবার তাঁরা পরিদর্শন করেন দুই আদিবাসী প্রধান জেলার বাঁকুড়া ও পুরুলিয়া। রাজ্যের সরকারি স্কুলগুলিতে বিনামূল্যে বই থেকে শুরু করে পোশাক, জুতো এবং বড় পড়ুয়াদের সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়। সেখানে কেন্দ্রীয় প্রতিনিধিদল এসে দেখতে পেয়েছেন, কনকনে ঠান্ডায় খালি পায়ে স্কুলে ঘুরে বেড়াচ্ছে পড়ুয়ারা। তাঁদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তালড্যাংরার মুগাই প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের খালি পায়ে স্কুলে দেখা গিয়েছে। পাশাপাশি প্রতিনিধি দলটি রাজ্যের শিক্ষাক্ষেত্রে বেশ কিছু কাজও হয়েছে বলে স্বীকার করেছেন। এই রিপোর্ট নিয়ে সমালোচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই কেন্দ্রীয় দলকে তিনি ‘গেরুয়া রঙে রাঙানো’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি বলেছেন ‘আমরা যে ভাল কাজ করেছি, সেটা তাঁরা বুঝতে পারছেন’।

পড়ুয়াদের জুতো সংক্রান্ত কেন্দ্রীয় দলের অভিযোগ প্রসঙ্গে পড়ুয়াদের বক্তব্য, পোশাক প্রত্যেক বছর মেলে। কিন্তু জুতো ঠিক মতো মেলে না। তাই খালি পায়ে থাকতে হয়। আবার অনেকের পায়ের সঙ্গে জুতোর মাপে গণ্ডগোল হয়েছে। সেটা ফেরত গিয়েছে। আসতে সময় নিচ্ছে। এই বিষয়ে অবর বিদ্যালয় পরিদর্শক নন্দিতা সিনহার দাবি, ‘দু’বছর অন্তর জুতো বিলি হয়। এবছর এখনও জুতো আসেনি বলে বিলি করা হয়নি।’ তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, প্রায় ২ লক্ষ ৩৪ হাজার পড়ুয়ার জন্য জুতোর আবেদন জানানো হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ‘‌মকর সংক্রান্তির মধ্যে সরকারি স্কুলের পড়ুয়ারা জুতো না পেলে আমি নিজেই দেব।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok sabha election 2024 | উত্তর মালদায় জনসংঘ পার্টির প্রচারে বাধা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ...

0
পুরাতন মালদাঃ শুক্রবার মোদির সভা চলাকালীন সাহাপুরের  নিত্যানন্দপুরে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের জনসংঘ পার্টির প্রার্থী নরেশ পালের প্রচার পুস্তিকা সহ লিফলেট কেড়ে নেওয়ার অভিযোগ...

Lok Sabha Election 2024 | ভোট কক্ষে পৌঁছে দেওয়া থেকে জল পান করানো, জওয়ানদের...

0
ডালখোলা: কখনও বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটকক্ষে পৌঁছে দেওয়া। আবার কখনও তীব্র গরমে ভোট দিতে আসা ভোটারদের জল পান করানো। নির্বাচনি দায়িত্ব সামলে...

Lok Sabha Election 2024 | ভোটের শেষপর্বে উত্তেজনা, শিলিগুড়িতে রাজু বিস্টের উপর হামলার অভিযোগ

0
শিলিগুড়ি: ভোটের (Lok Sabha Election 2024) শেষ বেলায় দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্টের (Raju Bista) উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। শুক্রবার এসএফ...

Sandeshkhali | পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা বাংলার, কটাক্ষ শঙ্কুর    

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গে যখন দ্বিতীয় দফার ভোট চলছে, ঠিক সেই সময় সন্দেশখালিতে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে ব্যস্ত এনএসজি কমান্ডোরা। একদা সন্দেশখালির বেতাজবাদশা...

Sandeshkhali case | সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali case) সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের (Supreme court) দ্বারস্থ হল রাজ্য সরকার। এই মামলার তদন্তভার সিবিআইয়ের (CBI)...

Most Popular