Saturday, April 27, 2024
HomeExclusiveTerrorism | ছড়িয়ে পড়েছে স্লিপার সেল, নাশকতার আতঙ্ক উত্তরে

Terrorism | ছড়িয়ে পড়েছে স্লিপার সেল, নাশকতার আতঙ্ক উত্তরে

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: উত্তরবঙ্গ (North Bengal) ও সিকিমের পাহাড়, সমতল ও জঙ্গল এলাকায় ছড়িয়ে পড়েছে একাধিক জঙ্গিগোষ্ঠীর স্লিপার সেলের (Sleeper cell) শতাধিক এজেন্ট। তাদের কাছে মদত আসছে বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারত থেকে। এমন বার্তা পেয়ে উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেনাকর্তারা।

সিকিমে ইন্দো-চিন সীমান্তে হঠাৎ সেনা তৎপরতা বৃদ্ধি পেয়েছে। শুরু হয়েছে যুদ্ধকালীন মহড়া। বাংলাদেশ, নেপাল, ভুটান সীমান্ত সহ উত্তরের জেলায়, বিশেষ করে শিলিগুড়ির অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে জরুরি বৈঠক করলেন সেনাকর্তারা। তিন সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা।

বুধবার শিলিগুড়ির সুকনাতে সেনার ৩৩ কর্পসের পক্ষ থেকে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সেনার পদস্থ কর্তারা ছাড়াও বায়ুসেনার হাসিমারা ও বাগডোগরা স্টেশনের শীর্ষ আধিকারিকও উপস্থিত ছিলেন। বৈঠকে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি, গুয়াহাটি ফ্রন্টিয়ারের ডিআইজি, এসএসবির শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি, ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের গ্যাংটক হেড কোয়ার্টারের ডিআইজি, পশ্চিমবঙ্গ পুলিশের উত্তরবঙ্গের এডিজি, শিলিগুড়ি পুলিশ কমিশনার, জলপাইগুড়ি, দার্জিলিং রেঞ্জের ডিআইজি, এনএফ রেলের কাটিহার ও আলিপুরদুয়ারের ডিআরএম ছাড়াও সিআরপিএফ, সিআইএসএফ, এনডিআরএফ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ সহ বিভিন্ন এজেন্সির আধিকারিকরা উপস্থিত ছিলেন। ৩৩ কর্পসের জেনারেল কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল ভিপিএস কৌশিকের নেতৃত্বে বৈঠক হয়।

এক সেনা গোয়েন্দা আধিকারিকের কথায়, ‘সীমান্ত এলাকায় আমাদের যথেষ্ট শক্তি রয়েছে। চিন্তা বেশি উত্তরবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় যাতে যৌথভাবে কাজ করা যায় তার পরিকল্পনা করতেই বৈঠক করা হয়েছে।’ উত্তরবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় জাতীয় ও রাজ্য নিরাপত্তা এজেন্সিগুলি নিয়ে যৌথ নিরাপত্তা দল তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

সপ্তাহখানেক আগেই উত্তরবঙ্গ লাগোয়া অসমের ধুবড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে আইএস-এর ভারতের শীর্ষস্থানীয় দুই নেতাকে। গোয়েন্দা সূত্রের খবর, শিলিগুড়ি করিডরে হামলার ছক কষেছিল তারা। তারপরই সেনা তৎপরতা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। সেনা সূত্রের খবর, চিন সীমান্ত লাগোয়া সিকিমের বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে। সীমান্তে সেনার সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। নজরদারি বৃদ্ধির জন্য সিকিমে অতিরিক্ত একটি ড্রোন স্কোয়াড্রন মোতায়েন করা হচ্ছে। নাশকতা (Terrorism) ঘটলে কীভাবে দ্রুত পদক্ষেপ করতে হবে তার মহড়াও শুরু করেছেন জওয়ানরা।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের জন্য প্রশাসন ও পুলিশের ব্যস্ততার সুযোগে আইএস, আল-কায়দার ভারতীয় গোষ্ঠী সহ আরও পাঁচটি জঙ্গিগোষ্ঠী বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে উত্তরবঙ্গ ও নিম্ন অসমে ঢোকার চেষ্টা করছে। একই সঙ্গে নেপাল থেকেও একাধিক জঙ্গিগোষ্ঠীর সহযোগীরা উত্তরবঙ্গে ঢুকতে চাইছে। তাদের অর্থ, অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছে চিন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cooch Behar accident | ডাওয়াগুড়িতে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

0
কোচবিহার: পথ দুর্ঘটনায় (Cooch Behar accident) মৃত্যু হল এক বাইক চালকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার (Cooch Behar) শহর সংলগ্ন ডাওয়াগুড়ি এলাকায়। কোচবিহার থেকে তুফানগঞ্জের দিকে...

Recruitment Case | প্রেসিডেন্সিতে হঠাৎই হাজির সিবিআই! ‘কালীঘাটের কাকু’ সহ ৩ জনকে জেরা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Case) ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে (Kalighater Kaku aka Sujoy Bhadra) জেরা করতে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail)...

TMC | ‘বিজেপির ট্রেলারে রান্নার গ্যাস ১০০০ টাকা,এরপর সিনেমা চান?’ জনতার দিকে প্রশ্ন ছুড়লেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আবহে জেলায় জেলায় নির্বাচনি প্রচার করছে তৃণমূল শিবির।শনিবার একদিকে কুলটিতে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বীরভূমের দুবরাজপুরে...

Gurucharan Singh | ৪ দিন ধরে নিখোঁজ ‘তারক মেহতা’র সোধি, অভিযোগ দায়ের পরিবারের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খুঁজে পাওয়া যাচ্ছে না ‘তারক মেহতা কা উলটা চশমা’র (Taarak Mehta Ka Oaltah Chashmah) সোধিকে। বিগত চার দিন ধরে নিখোঁজ...

Sandeshkhali | রাজসাক্ষী হতে চান শাহজাহানের ভাই আলমগির! অস্ত্রের খোঁজ কি তিনিই দিয়েছেন সিবিআইকে?...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সন্দেশখালিতে শাহজাহান শেখের এক আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। সেই বাড়ি থেকে উদ্ধার...

Most Popular