Tuesday, April 30, 2024
HomeTop Newsসৌরভকে স্পেনে নিয়ে গিয়ে শিল্পের ঘোষণা করিয়ে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী, মন্তব্য সুকান্তের

সৌরভকে স্পেনে নিয়ে গিয়ে শিল্পের ঘোষণা করিয়ে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী, মন্তব্য সুকান্তের

বর্ধমানঃ নিজেদের শ্রীবৃদ্ধি করতেই রাজ্যের প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করছে বন্দ্যোপাধ্যায় পরিবার। শনিবার সকালে বর্ধমানে এসে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর অভিযোগ, মুখ্যমন্ত্রী বোকা বানাচ্ছেন রাজ্যের মানুষকে। নিজের পরিচয় ব্যবহার করে সাধারন মানুষকে শোষণ করে সম্পত্তি বাড়িয়ে চলেছেন। এদিন মুখ্যমন্ত্রীর স্পেন যাত্রা নিয়েও কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।

শনিবার সকালে বর্ধমান পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রথমে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন। পরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। এদিন তিনি কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় ও তাঁর পরিবারকে। এদিন তিনি বলেন, ‘নিজেদের শ্রীবৃদ্ধি করতেই রাজ্যের প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করছে বন্দ্যোপাধ্যায় পরিবার। দুর্ভাগ্যের বিষয়, রাজ্যের প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে বন্দ্যোপাধ্যায় পরিবার নিজেদের সম্পত্তি বাড়িয়ে চলেছেন।’ এদিন তিনি আরও বলেন, ‘পুরীতে একটি হোটেল আছে যার যোগাযোগ করার কলকাতার ঠিকানা আর মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা একই। তিনি এদিন মোবাইলে সেই হোটেলের একটি লিংক খুলেও দেখান।

এদিন তিনি মুখ্যমন্ত্রীর স্পেন যাত্রা নিয়েও কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। কখনও পা ভাঙার অভিনয় করে, আবার কখনও সৌরভ গাঙ্গুলিকে দিয়ে রাজ্যে শিল্প গড়ার ঘোষণা করে। আশ্চর্যের, সৌরভ গাঙ্গুলি শিল্প ঘোষণা করলেন স্পেন থেকে। তিনি কলকাতা, দিল্লি বা মুম্বাই থেকে করতেই পারতেন। ক্রিকেটার থেকে তিনি শিল্পপতি হয়ে গেলেন। আমরা ভেবেছিলাম বাংলায় শিল্প করার কথা ঘোষণা করবেন স্পেনের কোনও শিল্পপতি। রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না। দলে দলে ভিনরাজ্যে যাচ্ছেন কাজের সন্ধানে।

কংগ্রেসের পুরানো কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার কথা আবেদন জানান সুকান্ত মজুমদার। এদিন ইন্ডিয়া জোট নিয়ে বলেন, ‘বাংলায় তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছেন কংগ্রেসকর্মীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে মরতে হচ্ছে কংগ্রেস কর্মীদের। আসলে কংগ্রেস তৃণমূলের কাঁধে হাত রেখে খড়কুটোর মতো বেঁচে থাকতে চাইছে। নেতারা তৃণমূলের সন্ত্রাস ভুলে গিয়েছেন। তবুও পদলেহন করে চলেছেন। পুরানো কংগ্রেসকর্মীদের বলব, তৃণমূলের বিরুদ্ধে যদি লড়তেই হয়, তবে বিজেপিতে আসুন।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Dengue | সমন্বয়ের অভাব পুরনিগম-স্বাস্থ্য দপ্তরের, শিলিগুড়িতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি

0
শিলিগুড়ি: শিলিগুড়ি শহর এবং লাগোয়া মাটিগাড়ায় গত এক মাসে ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ১৫ জন। স্বাস্থ্য দপ্তর এই হিসেব দিলেও শহরে ডেঙ্গি আক্রান্তের খবর নেই...

India’s T20 World Cup Squad | নেতৃত্বে রোহিত, টি২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই টি২০ বিশ্বকাপ হতে চলেছে। এবার সেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিলেন ভারতীয় নির্বাচকেরা। সদ্য ঘোষিত ভারতীয় দলে (India's...

ICDS | ২৬ বছর পর জট কাটল, আইসিডিএস সুপারভাইজার পদে বিপুল নিয়োগের নির্দেশ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে কাটল নিয়োগ জট। প্রায় ২৬ বছর পর কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কাটল আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট। উচ্চ আদালত এদিন সাফ...

Pakistan | ‘ভারত সুপার পাওয়ার হচ্ছে আর আমরা ভিক্ষে করছি’, সরকারকে নিশানা পাক বিরোধী...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘একদিকে প্রতিবেশী দেশ ভারত সুপার পাওয়ার হওয়ার দিকে এগোচ্ছে।’ আর পাকিস্তান (Pakistan) এখনও ভিক্ষা করে যাচ্ছে। সংসদের প্রথম ভাষণে এভাবেই...

Heatwave Warning | ৪৩-এ পৌঁছোল তাপমাত্রা, সর্বকালীন রেকর্ড গরম তিলোত্তমায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তাপমাত্রা (Temperature) পৌঁছে গেল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। সর্বকালীন রেকর্ড গরম কলকাতায় (Kolkata)। কার্যত পুড়ছে মহানগরী। বইছে গরম হাওয়া। এপ্রিলজুড়ে দাবদাহ...

Most Popular