Top News

রাজ্যের হাতে সরাসরি টাকা দেবে না কেন্দ্র, খুলতে হবে রিজার্ভ ব্যাংকে অ্যাকাউন্ট, নয়া ভাবনা কেন্দ্রের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এত দিন রাজ্য সরাসরি পেত কেন্দ্রীয় প্রকল্পের টাকা। কেন্দ্রীয় সরকারের দেওয়া সেই টাকা জমা থাকত রাজ্যের দপ্তরগুলির খোলা বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের নির্দিষ্ট  অ্যাকাউন্টে। কিন্তু কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক সূত্রে খবর, খুব তাড়াতাড়িই আমূল বদলে যেতে চলেছে সেই পদ্ধতি। নতুন নিয়মে প্রকল্পের টাকা রাখা থাকবে রিজার্ভ ব্যাঙ্কে। যখন প্রয়োজন, তখনই তা পাওয়া যাবে ঠিকই। কিন্তু আগের মতো তা আর ফেলে রাখা যাবে না   অ্যাকাউন্টে। কাজের হিসেব বুঝিয়ে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছ থেকে তা চাইতে হবে। শুধু পুরোদস্তুর কেন্দ্রীয় অর্থে পরিচালিত প্রকল্পে নয়, অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পেও এই ব্যবস্থা দ্রুত চালু হতে চলেছে বলেই প্রশাসনিক সূত্রে খবর। এবং এই নতুন নিয়ম চালু হচ্ছে প্রতিটি রাজ্যেই।

বিভিন্ন ক্ষেত্রেই বিরোধীরা অভিযোগ করেন, এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে খরচ করে বাংলার সরকার। এই বিষয় নিয়ে বিতর্ক হয় বিস্তর। বিরোধীরা যেমন অভিযোগ তুলেছিলেন, রেল দুর্ঘটনার পরে ক্ষতিপূরণ দিতে মিড-ডে মিলের টাকা ব্যবহার করেছে রাজ্য। শুধু তা-ই নয়, অব্যবহৃত টাকা স্রেফ অ্যাকাউন্টে রেখে দেওয়ার দরুন বিপুল টাকা সুদও ‘অনৈতিক ভাবে’ ব্যবহার করেছে রাজ্য সরকার। কিন্তু নতুন নিয়ম চালু হলে, এই দুই কাজই করা সমস্ত রাজ্যের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তাদের একাংশ।

অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিষয়টি কেন্দ্রের পরিকল্পনার স্তরে রয়েছে। বাস্তবায়নের জন্য চলছে প্রস্তুতি চলছে জোরকদমে। তবে পদ্ধতির চূড়ান্ত নিয়ম-বিধি এখনও হাতে আসেনি। এলে, পদক্ষেপ করা হবে। এক কর্তার মতে, “রাজ্যের ততটা সমস্যা হওয়ার কথা নয়। তবে তহবিলে বিপুল অঙ্কের টাকা জমা না পড়লে, বরং সমস্যায় পড়তে পারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিই।”

এদিকে, ইতিমধ্যেই সব রাজ্যকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আপাতত পুরোপুরি কেন্দ্রীয় অর্থে পরিচালিত প্রকল্পগুলি পরিচালিত হবে ট্রেজারির সিঙ্গল অ্যাকাউন্ট থেকে। প্রতিটি মন্ত্রকে একটি করে কেন্দ্রীয় নোডাল এজেন্সি তৈরি হবে। তারা রিজার্ভ ব্যাঙ্কে একটি করে অ্যাকাউন্ট খুলবে। কোন প্রকল্পে কত বরাদ্দ, তা নির্ধারিত থাকে সরকারি স্তরেই। বাজেট বরাদ্দের পরে সেই অ্যাকাউন্টে সেখানে টাকা পাঠাবে অর্থ মন্ত্রক। সেখান থেকেই পর্যায়ক্রমে টাকা তুলতে হবে প্রকল্পের কাজের হিসেব দিয়ে।

অনেকেই মনে করছেন, নতুন নিয়ম চালু হলে, কোনও প্রকল্পের অব্যবহৃত অর্থ রাজ্যের হাতে আর থাকবে না। প্রশাসনিক সূত্রে খবর, সব রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকেও অর্থ মন্ত্রক সম্প্রতি লিখিত ভাবে জানিয়েছে, তাদেরও একটি করে অভিন্ন নোডাল এজেন্সি গঠন করতে হবে। কেন্দ্রীয় বরাদ্দের অব্যবহৃত অর্থ প্রাথমিক ভাবে কেন্দ্রের অভিন্ন তহবিলে ফিরিয়ে দিয়ে আগের সব অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। রিজ়ার্ভ ব্যাঙ্কেও খুলতে হবে নতুন অ্যাকাউন্ট। তেমনই আবার রাজ্যের বরাদ্দের অব্যবহৃত অংশ ফিরে আসবে রাজ্যের কোষাগারে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Salman Khan | ‘বিগ বস ওটিটি’তে থাকছেন না সলমন! সঞ্চালনার দায়িত্বে এবার কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসতে চলেছে ‘বিগ বস ওটিটি’র (Big Boss OTT) নতুন সিজন। ইতিমধ্যেই…

13 mins ago

Vande Bharat Express | এসি বিকল, ছাতা মাথায় বন্দে ভারতের যাত্রীরা

সানি সরকার, শিলিগুড়ি: শীতাতপনিয়ন্ত্রিত ট্রেনে জলের ধারা! যার থেকে মাথা বাঁচাতে যাত্রীদের হাতে ছাতা! অবিশ্বাস্য…

20 mins ago

Siliguri | ইংল্যান্ডের মাটিতে ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজ, ডাক পেলেন শিলিগুড়ির মুন্না

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: আরও একবার শিলিগুড়ি(Siliguri) ও ডাবগ্রাম-ফুলবাড়ির মুখ উজ্জ্বল করলেন বিনয় মোড় লাগোয়া এলাকার…

1 hour ago

পাটিগণিত বনাম ধূপগুড়ির জটিল অঙ্ক

  কৌশিক দত্ত বুরুন অঙ্কে ১৩ পেয়েছিল। তাই নিয়ে কী কাণ্ড। গোঁসাইবাগানের ভূতেরা পর্যন্ত হিমসিম…

1 hour ago

পার্থেনিয়ামে পিছু হটছে কৃষ্ণচূড়া-রক্তকরবী

  সুমন্ত বাগচী বর্ষা ঋতু প্রায় দোরগোড়ায়। ইতিমধ্যে একাধিকবার  নিম্নচাপজনিত বৃষ্টিপাতে উত্তরবঙ্গ সিক্ত হয়েছে। শিলিগুড়ি…

1 hour ago

ইতিহাস ও বিজ্ঞানের বুদ্ধপূর্ণিমা

  দেবাশীষ সরকার ‘যিনি আলোক প্রাপ্ত, আমি সেই বুদ্ধের শরণ প্রার্থনা করি।’ একটা বিরাট সাদা…

2 hours ago

This website uses cookies.