উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোটের মৃত্যুমিছিল থামছে না। ভোটের দিনের হিংসায় বাড়ল মৃতের সংখ্যা। ৮ জুলাই বোমার আঘাতে আহত হয়েছিলেন এক সিপিএম প্রার্থীর শ্বশুর। পুনর্নির্বাচনের সকালে মৃত্যু হয় তাঁর। শনিবার সকালে ঘটনাটি ঘটে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার আনন্দ বাসে। মৃতের নাম শুকুর আলি শেখ। তাঁর পুত্রবধূ সুনীতা বিবি ভালুকা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী। ভোটের দিন হিংসার জেরে দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর জখম হয়েছিলেন তিনি। অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। দু’দিন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার পর তাঁর মৃত্যু হল। এই নিয়ে ভোটের দিনের হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। যদিও রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন নির্বাচনের দিন মৃত্যুর সংখ্যা ১০।
মৃত্যুমিছিল থামছে না! বোমার আঘাতে মৃত্যু সিপিএম প্রার্থীর শ্বশুরের
শেষ আপডেট: