Thursday, May 2, 2024
HomeExclusiveJalpaiguri | ধুলো জমা বুকশেলফ, পাঠকহীন লাইব্রেরি

Jalpaiguri | ধুলো জমা বুকশেলফ, পাঠকহীন লাইব্রেরি

স্কুল-কলেজের পড়ুয়া ও গবেষকরাতো যেতই, এলাকার প্রবীণরাও অবসর বিনোদনের জন্য গ্রন্থাগারেই আস্থা রাখতেন।

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: একটা সময় ছিল, যখন মানুষের মননশীলচর্চার একমাত্র পীঠস্থান ছিল এলাকার গ্রন্থাগারগুলি। জ্ঞান-বিজ্ঞান, গল্প-উপন্যাস, ভ্রমণ, সাহিত্য থেকে শুরু করে দুষ্প্রাপ্য বইয়ের বিপুল সম্ভারে ঠাসা থাকত গ্রন্থাগারের (Library) প্রতিটি বুকশেলফ। স্কুল-কলেজের পড়ুয়া ও গবেষকরাতো যেতই, এলাকার প্রবীণরাও অবসর বিনোদনের জন্য গ্রন্থাগারেই আস্থা রাখতেন। বইয়ের পাতায় মুখ গুঁজে তাঁরা খুঁজে নিতেন যাপিত জীবনের চাওয়াপাওয়া, আশানিরাশার গল্প। শিশুদের জন্যও ছিল আলাদা বিভাগ। বিভিন্ন মনীষীর জীবনী, ভৌতিক গল্প কী ছিল না সেখানে। কল্পবিজ্ঞানের এক স্বপ্নময়জগতে অবাধ বিচরণ ছিল তাঁদের। স্বাভাবিকভাবেই লাইব্রেরিগুলি একসময় বিভিন্ন বয়সের পাঠকের ভিড়ে জমজমাট হয়ে থাকত।

সময় বদলেছে। প্রযুক্তির অশ্বমেধ ঘোড়া ফোর-জি থেকে ফাইভ-জির দুনিয়ায় পৌঁছে যাচ্ছে। মুঠোফোনের এক একটি ক্লিকেই খুলে যাচ্ছে বিনোদনের ভিন্ন ভিন্ন জগৎ। এর ফলেই ধীরে ধীরে ব্রাত্য হয়ে যাচ্ছে লাইব্রেরিগুলি। এখন লাইব্রেরিতে আর আগের মতো পাঠকের ভিড় নেই। সাহিত্যপ্রেমীদের হাতের স্পর্শ না পেয়ে গল্প-উপন্যাসের বইগুলি ধুলো জমে জমে নষ্ট হওয়ার উপক্রম। একই হাল জলপাইগুড়ি শহরের লাইব্রেরিগুলিরও।

ভারত স্বাধীন হওয়ার এক বছর আগে গড়ে উঠেছিল শহরের আজাদ হিন্দ পাঠাগার। দীর্ঘ পথ চলা এই গ্রন্থাগারে পাঠকের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। চাকরি সংক্রান্ত বিভিন্ন বই নিতে সপ্তাহে ৫-৬ জন মাত্র আসেন। বিকেলের দিকে একটু ঢুঁ মেরে যান অবসরপ্রাপ্তরা। দু’-একজন গবেষক এখনও মাঝেমধ্যে বইয়ের খোঁজে আসেন। জলপাইগুড়ি জেলা গ্রন্থাগারের ছবিটাও প্রায় একইরকম। চাকরির পরীক্ষার বই খুঁজতে কেউ কেউ এলেও উপন্যাস, গল্প, নাটক পড়ার মতো পাঠক আর নেই বললেই চলে।

 ১৯৪৪ সালে গড়ে ওঠা শহরের বাবুপাড়া পাঠাগারে একসময় হুমায়ুন কবীর, সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ স্যানাল, সমরেশ মজুমদারদের মতো সাহিত্যিকদের আনাগোনা ছিল। এখন সেই গ্রন্থাগারও প্রায় পাঠকশূন্য হয়ে পড়েছে। পাঠাগারের সহকারী সচিব তপনকুমার ঘোষ বলেন, ‘মেম্বারশিপ (Membership) ছাড়াও যদি কোনও পাঠক আসেন তাও ভালো লাগে। আগে মেম্বারশিপ নেওয়ার জন্য লড়াই হত। এখন সবই অতীত।’

লাইব্রেরিগুলিতে পাঠক না আসার পেছনে প্রায় সকলেই দায়ী করছেন বর্তমান ইন্টারনেট ব্যবস্থাকে। ক্রমবর্ধমান বেকারত্ব এর আরও একটি কারণ বলে মনে করছেন অনেকে। সাহিত্য পড়ার মতো আর সময় নেই তরুণ-তরুণীদের। সেই কারণেই পাঠকের স্বাদ অনুয়ায়ী বইমেলাগুলো থেকে গল্প, উপন্যাসের বই না কিনে পাঠাগারগুলিতে চাকরির পরীক্ষার বইপত্র সংগ্রহ করা হয়৷ তবুও পাঠকের দেখা নেই কেন? এর উত্তরে কলেজ পড়ুয়া তথাগত ঘোষের দাবি, ‘লাইব্রেরি গিয়ে উত্তর খুঁজতে যত সময় লাগে, তার থেকে ইন্টারনেটে খোঁজা অনেক সহজ। তাই স্কুল থেকে বের হওয়ার পর আর লাইব্রেরিমুখো হইনি।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Shootout | হাওড়ার পঞ্চায়েত অফিসে চলল এলোপাতাড়ি গুলি! জখম এক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাওড়ার পঞ্চায়েত অফিসে চলল এলোপাতাড়ি গুলি। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি,...

Dev Blood Donation | জাঁকজমক নয়, রক্তদান করে মনোনয়ন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনি ব্যতিক্রমী, তিনি অন্যদের থেকে আলাদা। তিনি শিখিয়েছেন সৌজন্যের রাজনীতি। সুতরাং তাঁর মনোনয়ন (Nomination) যে আর পাঁচজন প্রার্থীদের থেকে আলাদা...
Ninth in the state madhymik patirams Asmita Chakraborty,

Madhyamik Result | রাজ্যে নবম অস্মিতা চক্রবর্তী, ডাক্তার হতে চায় পতিরামের মেয়ে

0
পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট শহরের বাইরে একমাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে অস্মিতা চক্রবর্তী। পতিরাম(Patiram) থানার অন্তর্গত বোল্লা পঞ্চায়েত এলাকার বাউল পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ের...

Goldy Brar | গ্যাংস্টার গোল্ডি ব্রার খুন হননি! বিবৃতি দিয়ে জানাল মার্কিন পুলিশ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মারা যাননি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala) খুনে প্রধান অভিযুক্ত গ্যাংস্টার গোল্ডি ব্রার (Goldy Brar)। বিবৃতি দিয়ে একথাই...
Bhoumi of Raiganj is tenth in the state and first in the district

Madhyamik Result | রাজ্যে দশম ও জেলায় প্রথম রায়গঞ্জের ভৌমি

0
রায়গঞ্জ: মাধ্যমিকে(Madhyamik Result) রাজ্যে দশম স্থান অধিকার করল রায়গঞ্জ(Raiganj) গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ভৌমি সরকার। রাজ্যে দশম স্থানাধিকারীর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় প্রথম...

Most Popular