Sunday, April 28, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গCooch Behar | ইটের গাড়ি নিয়ে বাংলায় ঢুকলেই পুলিশের হেনস্তা-তোলাবাজি! সীমানা সড়ক...

Cooch Behar | ইটের গাড়ি নিয়ে বাংলায় ঢুকলেই পুলিশের হেনস্তা-তোলাবাজি! সীমানা সড়ক অবরোধ ব্যবসায়ীদের

বক্সিরহাট: অসমের ইট রাজ্যের সীমানায় ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। অধিকাংশ ক্ষেত্রেই প্রতিটি গাড়ি থেকে নামিয়ে রাখা হয় কিছু ইট। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে শুক্রবার কোচবিহারের (Cooch Behar) বক্সিরহাটের অসম-বাংলা সীমানা লাগোয়া জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে (Protest) শামিল হলেন অসমের ইট ব্যবসায়ীরা। ‘পশ্চিমবঙ্গ পুলিশের দাদাগিরি চলবে না’ বলেও শুক্রবার স্লোগান তোলেন আন্দোলনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ (Bakshirhat Police)। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে অবরোধ। অবরোধের জেরে এদিন অসংখ্য লরি জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে। ফলে যানজটের সৃষ্টি হয় এলাকায়।

অসমের ইট ব্যবসায়ীদের অভিযোগ, বৈধ অনুমতিপত্র নিয়ে অসমের (Assam) দিক থেকে বাংলার দিকে আসার মুখে ইট বোঝাই লরি আটকে চালকদের হয়রানি করছে বক্সিরহাট ও তুফানগঞ্জ থানার পুলিশ৷ অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রে লরি প্রতি কিছু ইট নামিয়ে রাখা হচ্ছে। আবার কখনও সেই লরিকে ঘন্টা তিনেক দাঁড় করিয়ে ফের অসমের দিকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র অসমের হাতে গোনা কিছু ভাটার ইটের লরি বাংলার দিকে আসার অনুমতি রয়েছে। সেই ইটভাটা মালিকদের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ তাঁদের। এনিয়ে অসম-বাংলা সীমানায় কর্তব্যরত পুলিশদের সঙ্গে বারংবার আলোচনা করা হলেও সমস্যা মেটেনি। বাংলায় ইট প্রবেশ নিয়ে পুলিশের বিরুদ্ধে তোলাবাজি ও হয়রানির অভিযোগ তুলে এদিন বিক্ষোভে ফেটে পড়েন ইট ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে অসম-বাংলা সীমানায় মোতায়েন ছিল বক্সিরহাট থানার বাড়তি পুলিশ৷ যদিও শেষ পর্যন্ত পুলিশের তরফে আশ্বস্ত করা হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্রে খবর, অসমে ইট তৈরির খরচ কম। বাংলায় বৈধ কয়লা দিয়ে ইটভাটা চালাতে গিয়ে খরচ পড়ছে অনেক বেশি। ফলে এ রাজ্যের এক একটি ইটের তুলনায় অসমের ইটের দাম কম। তাই এ রাজ্যে অসমের ইটের চাহিদা রয়েছে। এ বিষয়ে এসডিপিও বৈভব বাংগার জানান, যাঁদের ইট পরিবহণের বৈধ নথিপত্র নেই শুধুমাত্র তাঁদেরকেই আটক করা হয়। তবে পুলিশের বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Gary Kirsten | বাবর আজমদের কোচের দায়িত্বে ভারতকে বিশ্বকাপ জেতানো কার্স্টেন

0
নয়াদিল্লি: ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেনকে ওয়ান ডে এবং টি-টোয়েন্টির জন্য কোচ করল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটারের কোচিংয়ে ২০১১ সালে বিশ্বকাপ জেতে...

Raiganj | মালিকের লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার গাড়িচালক

0
রায়গঞ্জ: মালিকের ১ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে এক কর্মচারীকে গ্রেপ্তার(Arrest) করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম গোপীনাথ দাস। পুলিশ সূত্রে জানা...

Brown sugar | ইন্দো-নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তার ২ পাচারকারী, উদ্ধার ৫০ গ্রাম ব্রাউন...

0
কিশনগঞ্জঃ শনিবার রাতে দুটি পৃথক অভিযানে ইন্দো-নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তার দুই মাদক পাচারকারী। সীমান্তবর্তী দিঘলব্যাংক ও কোরোবাড়ি এলাকায় এসএসবির অভিযানে ধরা পড়ে দুই...

Haryana | মারা গিয়েছে প্রিয় পোষ্য, শোকে আত্মঘাতী তরুণী!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়ির পোষ্যদের প্রতি মানুষের অকৃত্তিম ভালোবাসার বহু কাহিনী আমরা শুনেছি। এবার বাস্তবে এই ভালোবাসার চরম পরিণতি চাক্ষুষ করল হরিয়ানার মানুষ।...

Sand Smuggling | পুলিশের জালে ‘চুনোপুঁটি’, বীরপাড়ায় অধরা বালি পাচারের পান্ডারা

0
মোস্তাক মোরশেদ হোসেন, বীরপাড়া: দীর্ঘদিন ধরে রাতেরবেলা বেআইনিভাবে বালি পাচার (Sand Smuggling) করা হচ্ছে মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিভিন্ন নদী থেকে। এতে লোকসান হচ্ছে লিজহোল্ডারদের। প্রাপ্য...

Most Popular