উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিতর্ককে পিছনে ফেলে বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে ‘দ্য কেরালা স্টোরি’। দেশের কিছু জায়গায় ব্যান হলেও, ইতিমধ্যেই ভালো আয় করেছে ছবিটি। মাত্র নয়দিনেই ১০০ কোটির গন্ডি পার করেছে ছবিটি। এবার সামনে এল ছবিকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, শাহরুখ খানের ‘পাঠান’র লাভের অংককে ছাড়িয়ে গেছে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি।
বক্স অফিস দেখে জানা যাচ্ছে, দুটো ছবির লাভের অংক অনেকটা। কিন্তু তা সত্বেও পাঠানকে ছাপিয়ে গিয়েছে দ্য কেরালা স্টোরি। শতকরা লাভের পরিমাণ দেখে এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ভারতে ‘পাঠান’ সিনেমার আয় ৫৪৩.২২ কোটি টাকা। আর তাতে ছবির লাভ ২৯৩.২২ টাকা। অর্থাৎ শতকরা হিসেবে ধরলে বক্স অফিস থেকে শাহরুখের ছবি আয় হয়েছে ১১৭.২৮%। অন্যদিকে, দ্য কেরালা স্টোরি ছবির আয় ১১২.৯২ কোটি টাকা। ছবির বাজেট ছিল মাত্র ৩০ কোটি টাকা। ফলে ছবির লভ্যাংশের পরিমাণ এখনই ২৭৬.৪%। এখনও রমরমিয়ে চলছে ছবিটি। সুতরাং বলাই যায়, লাভের দিক দিয়ে পাঠানকে পিছনে ফেলেছে স্য কেরালা স্টোরি।