উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: র্যাগিং রুখতে তৎপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য। দায়িত্ব পেয়েই ডাকলেন বৈঠক।সোমবার দুপুর ২ টো নাগাদ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধানদের নিয়ে র্যাগিং-বিরোধী কমিটির বৈঠক ডেকেছেন নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ।
গত শনিবার বিশ্ব বিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসবে নিয়োগ করেছেন বুদ্ধদেব সাউকে। গত ১০ অগাস্ট বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর পর থেকেই যাদবপুর নিয়ে একের পর এক ঘটনা সামনে এসেছে। বিশেষত যাদবপুরের র্যাগিং কালচার সমালোচিত হচ্ছে সর্বত্র। দেশের প্রথম সারির একটি শিক্ষাঙ্গনে কেন র্যাগিং-বিরোধী নির্দেশিকা মেনে চলা হয় না? কেনই বা কর্তৃপক্ষ র্যাগিংয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেন না? সেই প্রশ্ন তুলে একাধিক মামলা ইতিমধ্যেই করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই টালমাটাল পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ সামলাতে মুলত এদিন বৈঠক ডেকেছেন উপাচার্য।
এদিনের এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধানকে।সুত্র মারফৎ জানা যাচ্ছে, এই বৈঠকে মুলত যেসব বিষয়গুলি নিয়ে কথা হতে পারে সেগুলি হল, র্যাগিং কিভাবে বন্ধ করা যায়? বিশেষত হস্টেলে র্যাগিংয় কালচারে ইতি টানতে কী কী করা যেতে পারে? র্যাগিং নিয়ে কতটা কড়া পদক্ষেপ নেওয়া যেতে পারে? শুধু র্যাগিং কালচার বন্ধ নাকি অন্য কোন বিষয়ও উঠে আসবে বৈঠকে তা অধ্যাপকদের সঙ্গে কথা বলে ঠিক করবেন বুদ্ধবেদ সাউ। তবে দায়িত্ব পেয়েই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সামাল দিতে কতটা সফল হন নতুন উপাচার্য সেটা সময়ই বলবে।