Wednesday, May 15, 2024
HomeBreaking Newsকোচবিহারে 'ভুয়ো' ডাক্তারের হদিস, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা

কোচবিহারে ‘ভুয়ো’ ডাক্তারের হদিস, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা

কোচবিহার: ভুয়ো চিকিৎসকের হদিস মেলার অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে কোচবিহারে। মঙ্গলবার শহরের ধর্মতলা এলাকায় ওই ‘ভুয়ো’ চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও রোগীরা। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত রতনচন্দ্র সরকার শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কয়েকমাস ধরে তিনি ধর্মতলা এলাকায় প্রাইভেট প্র্যাকটিস করতেন। তার প্রেসক্রিপশনে নিউরো ফিজিশিয়ান, এমবিবিএস, এমডি (এইমস) লেখা রয়েছে। দালাল মারফত বিভিন্ন জায়গা থেকে রোগী নিয়ে এসে তাঁদের ভুল চিকিৎসা ও প্রচুর পরিমাণে টেস্ট, ওষুধ লিখে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে অসম থেকে আসা রোগীরাই তার টার্গেট ছিল।

স্থানীয় কাউন্সিলর শুভ্রাংশু সাহার নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা এদিন ওই ‘ভুয়ো’ চিকিৎসকের চেম্বার বন্ধ করে দেন। শুভ্রাংশুবাবু বলেছেন, প্রায় ছয় মাস ধরে অভিযুক্ত এখানে প্র্যাকটিস করছেন। তাকে দেখে বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা তার কাগজপত্র দেখতে চান। কিন্তু আজ দেখাব, কাল দেখাব করে তিনি আর দেখাননি। এরপর পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানান বাসিন্দারা। এদিন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

অসম থেকে আসা এক রোগী আব্দুল বাতেন মোল্লা বলেছেন, তিনি নার্ভের ডাক্তার দেখাবেন বলে কোচবিহারে এসেছেন। এক টোটোচালক তাকে এই ব্যক্তির কাছে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা করানো হয়। ৫০০ টাকা ভিজিটের পাশাপাশি ৩৬০০ টাকার টেস্ট করানো হয়েছে।

এক রোগীর স্বামী সিদ্দিক আলি বলেছেন, এই ভুয়ো চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর পর বিপুল টাকা খরচ হয়েছে। অথচ তার স্ত্রী সুস্থ তো হয়নি, উলটে আরও অসুস্থ হয়ে পড়েছেন। যদিও অভিযুক্ত ওই ব্যক্তি রতনচন্দ্র সরকারের দাবি, তার প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। তিনি ভুয়ো নন। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Deputation | ‘বন্দি কৃষকদের মুক্তি চাই’, জেলা শাসককে স্মারকলিপি গ্রামবাসীর

0
মালদা: তৃতীয় দফার নির্বাচনের দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাধাকান্তপুর। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছিল বেশ কয়েকজন গ্রামবাসী। পালটা গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল।...

Siliguri | অস্বাভাবিক মৃত্যু তৃণমূল নেতার ভাইয়ের, ঝুলন্ত দেহ উদ্ধার হল গোডাউন থেকে

0
শিলিগুড়িঃ তৃণমূল নেতার ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল চম্পাসারি এলাকায়। এদিন সকালে এলাকার একটি গোডাউন থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহটি। মৃত...

Balurghat | অর্ধেক জীবন পার সংশোধনাগারে, মুক্তি পেয়ে নতুন জীবন শুরু গুরুপদর

0
বালুরঘাট: জীবনের অর্ধেকটা সময় কেটে গিয়েছে সংশোধনাগারের ভেতরে। ২৮ বছর পর মুক্তি পেয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু খুনের সাজা প্রাপ্ত আসামির। যদিও কীভাবে তিনি...

NBSTC | ৪ জুন সরকার বদলালেই এনজেপি স্টেশনে ঢুকবে এনবিএসটিসির বাস, আশাবাদী গৌতম

0
শিলিগুড়ি: ৪ জুনের পর কেন্দ্রে সরকার বদলে যাবে, তখনই নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে এনবিএসটিসির বাস ঢোকা সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করলেন...

Snakes fight | কিংকোবরার ছোবলে কুপোকাত অজগর, দুই সাপের লড়াইয়ের সাক্ষী থাকল দক্ষিণ ধুপঝোরা...

0
চালসাঃ কিংকোবরার সঙ্গে অজগরের লড়াই। লড়াইয়ে শেষমেশ কিংকোবরার কাছে পরাস্ত হল অজগর। বুধবার এমনই ঘটনার সাক্ষী থাকল মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকার বাসিন্দারা। এই...

Most Popular