Sunday, May 5, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গবিজেপির দত্তক নেওয়া গ্রামে হল না সেতু, রাস্তা

বিজেপির দত্তক নেওয়া গ্রামে হল না সেতু, রাস্তা

মহম্মদ হাসিম, নকশালবাড়ি: ভোটের আগে সেতু ও রাস্তা না পেয়ে ক্ষুব্ধ হাতিঘিসার বস্তি সহ জমিদারগুড়ি। গত দশ বছরে নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের বাহনঝরা নদীতে সেতু ও রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। ফলে, বাসিন্দারা বিপজ্জনক রাস্তায় চলাচলে বাধ্য হচ্ছেন। এক সময় আদর্শ গ্রাম তৈরির জন্য তৎকালীন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া হাতিঘিসাকে দত্তক নিয়েছিলেন। কিন্তু তিনি কিছুই করেননি। সাংসদ বদল হলেও কাজ কিন্তু আজও থমকেই আছে।

দেখা গেল, বাহনঝরার মাঝে তিনটে পিলার দাঁড়িয়ে। নির্মীয়মাণ রাস্তায়   পাশে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রংচটা লোহার বোর্ড ঝুলছে। নদী পেরিয়ে জঙ্গল বস্তির দিকে যেতেই মাটির এবড়োখেবড়ো রাস্তা। ওই রাস্তায় বাইক নিয়ে চলা যেন মৃত্যুকে হাতছানি দেওয়া। উলটোদিক থেকে আসা পিকআপ ভ্যানে ঠাসাঠাসি  ভিড় জনা তিরিশেক মহিলার। সম্ভবত বাগান শ্রমিক। তাঁদেরই একজন অঞ্চুলি গোয়ালা বলেন, ‘আমরা হুচাই মল্লিকজোতের বাসিন্দা। রোজ এভাবেই চা বাগানে কাজে যাই। রাস্তার জন্য অন্য গাড়িওয়ালা এপথ মাড়ায় না। তাই, এক গাড়িতে গোরু-গাধার মতো যেতে হয়। রাস্তা, সেতু হলে এভাবে যেতে হত না।’ স্থানীয় বাসিন্দা সমীর সিংহ জানান, এখন শান্ত হলেও বর্ষায় এই নদী ফুলে ওঠে। তখন আর এপথ নয়, দশ কিলোমিটার ঘুরে হাতিঘিসা হয়ে যাতায়াত করতে হয়। গত দশ বছরে বাহনঝরার জলে বয়ে গিয়েছে নেতাদের গালভরা প্রতিশ্রুতি। বাসন্তী গোয়ালার কথায়, ‘আমাদের কষ্ট কেউ বোঝে না। রাস্তা, সেতু হবে বলে দশ বছর আগে কাজ শুরু হয়েছিল। কিছুদিন পরই মাঝপথে সব থেমে যায়। কেন বরাদ্দ টাকার কাজ আটকে গেল আজও অজানা। ভোটে জিতেও কেউ কাজ শুরুতে পদক্ষেপ করে না। ফল ভুগছেন এলাকাবাসী।’

উল্লেখ্য, ২০১৪ সালে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের উদ্যোগে হাতিঘিসার জমিদারগুড়ি থেকে জঙ্গলবস্তি সংযোগকারী দুটি গ্রামের মাঝে বাহনঝরা নদীতে কংক্রিটের সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। এজন্য বরাদ্দ হয়েছিল ৯০ লক্ষ ২২ হাজার টাকা। তিন মাসে সেতু তৈরি শেষ করার কথা ছিল। কিন্তু ওই সময়ে তিনটি পিলার তৈরি করে নির্মাণকারী সংস্থা উধাও হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, জমিদারগুড়ি, হুচাই মল্লিকজোত, জঙ্গলবস্তি, কেটুগাবুর, বীরসিংজোত, বিজয়সিং প্রভৃতি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ দৈনিক নদী পেরিয়ে যাতাযাত করেন।

বাহনঝরার দুই পারে মোট ছ’টি অঙ্গনওয়াড়ি, একটি শিশুশিক্ষাকেন্দ্র, একটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি উচ্চবিদ্যালয় রয়েছে। গ্রামে কোনও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্যকেন্দ্র না থাকায় প্রসূতি সহ রোগীদের এপথেই যেতে হয়। স্থানীয় সিপিএম নেতা মাধব সরকারের অভিযোগ, বিজেপি-তৃণমূল দ্বন্দ্বে কাজ আটকে আছে। যদিও দুই দলেরই স্থানীয় নেতৃত্ব অভিযোগ উড়িয়ে দিয়েছে।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Amit Shah | অমিত শায়ের ভিডিও বিকৃতির অভিযোগ, গ্রেপ্তার কংগ্রেস কর্মী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাযের বক্তব্যের একটি ভিডিও বিকৃত করার অভিযোগে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) জাতীয় কোঅর্ডিনেটর (সোশ্যাল মিডিয়া) অরুণ...
mango waffle recipe

ব্রেকফাস্টে নতুনত্ব কিছু চান? বানিয়ে নিন ‘আমের ওয়্যাফল’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকাল মানেই আমের মরশুম। তাই শুধু শুধু আম না খেয়ে, পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারেন দারুন দারুন সব পদ।...

Death Case | স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, নিজের গলায় চাকু চালিয়ে আত্মঘাতী স্বামী!

0
কিশনগঞ্জ: এক দম্পতির রহস্যমৃত্যু (Death Case) ঘিরে চাঞ্চল্য ছড়াল বিহারের (Bihar) পূর্ণিয়ায় (Purnia)। স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর স্বামী নিজের গলায় চাকু চালিয়ে আত্মঘাতী...

S. Jaishankar | ভারতকে ‘জেনোফোবিক’ আখ্যা মার্কিন প্রেসিডেন্টের, পালটা জবাব জয়শংকরের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারত সহ আরও কিছু দেশকে ‘জেনোফোবিক’ (Xenophobic) বলে আখ্যা দেওয়ার পরদিনই এই বিষয়ে মুখ খুললেন...

Asansol | পুলিশি অভিযানে হোটেল থেকে উদ্ধার তক্ষক, গ্রেপ্তার ৫

0
আসানসোল: অভিযান চালিয়ে একটি হোটেল থেকে বিরল প্রজাতির একটি তক্ষক (Tokay Gecko) উদ্ধার করল আসানসোল (Asansol) দক্ষিণ থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে...

Most Popular