Tuesday, May 14, 2024
HomeBreaking News‘রাজনীতিতেও বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিৎ’, ‘বৃদ্ধতন্ত্র’ বিতর্ক নতুন করে উসকে দিলেন অভিষেক...

‘রাজনীতিতেও বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিৎ’, ‘বৃদ্ধতন্ত্র’ বিতর্ক নতুন করে উসকে দিলেন অভিষেক   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘বৃদ্ধতন্ত্র’ বিতর্ক ফের আরও একবার উসকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা বিমানবন্দরে তরুণ প্রজন্মকে নিয়ে সওয়াল করলেন তৃণমূলের এই সেকেন্ড ইন কম্যান্ড। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, প্রত্যেক ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিৎ। বয়স বাড়লে প্রতিটি মানুষের কাজের ক্ষমতা কমে। তবে প্রবীনদের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে দলের প্রয়োজনে।

তৃণমূলের ‘বৃদ্ধতন্ত্র’ নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৃণমূলের একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি না থাকায় প্রশ্ন তুলেছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের পুরনো প্রবীণ নেতাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন। কুণাল বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে পদে থেকে যাওয়ার চেষ্টা করছেন অনেক প্রবীণ নেতা। রাজনৈতিক মহলের অনুমান, প্রবীণ সাংসদ সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের নিশানা করেই একথা বলেছেন কুণাল। তৃণমূলের ক্ষমতার বিন্যাসে অভিষেকের ঘনিষ্ঠ বলেই পরিচিত কুণাল।

সোমবার ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে উত্তরবঙ্গে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কলকাতা বিমানবন্দরে মুখোমুখি হন সাংবাদিকদের। এদিন অভিষেক বলেন, “প্রত্যেক ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিৎ। ক্রীড়াক্ষেত্র থেকে চাকরিবাকরি সহ প্রতিটি ক্ষেত্রেই একটি নির্দিষ্ট বয়সের সীমা থাকে। রাজনীতির ক্ষেত্রেও এটা হওয়া উচিৎ। বয়স বাড়লে প্রতিটি মানুষের কাজের ক্ষমতা কমে। তবে প্রবীনদের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে দলের প্রয়োজনে। আরও বেশি করে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে। সবাইকে নিয়েই একসঙ্গে পথ চলতে হয়। তবেই একটা দল এগিয়ে চলে”। তিনি আরও বলেন, তৃণমূলের ভিতরে যে কেউ ব্যক্তিগত মতামত দিতে চান দিতে পারেন। শুধু দল বলে নয়, যে কোনও জায়গায় আমি মনে করি উর্ধ্বসীমা থাকা দরকার। যে পরিশ্রম একজন পঞ্চাশ বছরের মানুষ বা চল্লিশ বছরের মানুষ করতে পারেন সেটা কোনও দিন আমার বয়স বেড়ে গেলে করতে পারব না। সেই দৃষ্টিভঙ্গি থেকে কুণাল ঘোষ বলতে পারেন।

লোকসভা নির্বাচনে বয়সের মাপকাঠি দেখে প্রার্থী হওয়া নিয়ে অভিষেক বলেছেন, “এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। আমার কাছে পরামর্শ চাইলে তখন দেব।” অভিষেকের এদিনের মন্তব্য আরও একবার নতুন করে উসকে দিল তৃণমূলের ‘বৃদ্ধতন্ত্র’ বিতর্ক।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cyclone | চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাংলায়

0
শিলিগুড়ি: চার বছরের ব্যবধানে ফের কি প্রবল ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে বাংলা? বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে থাকায়, এই আশঙ্কা করছেন আবহবিদরা। তার মধ্যে...

Bagdogra | লোয়ার বাগডোগরায় অবৈধভাবে চলছে ক্র্যাশার, নীরব প্রশাসন

0
খোকন সাহা, বাগডোগরা, ১৩ মে : একদিকে নদী লুট, অন্যদিকে সেই লুটের বোল্ডার দিয়ে অবৈধভাবে চলছে ক্র্যাশার। সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এমনটাই চলছে...

Siliguri | সেবক রোড এবং বর্ধমান রোডের গাছ অন্যত্র প্রতিস্থাপনে পরিবেশ কমিটির বৈঠক

0
শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোড এবং বর্ধমান রোডে রাস্তা সম্প্রসারনের জন্যে ১৭৯টি গাছ অন্যত্র স্থানান্তরিত করতে হবে। গাছগুলি কোথায় স্থানান্তর করা হবে তা নিশ্চিত করতে...

Siliguri | ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা পুরনিগমের

0
শিলিগুড়ি: ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় এবার শহরের সমস্ত সরকারি হাউজিং কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর পরিষ্কার করবে শিলিগুড়ি পুরনিগম। একবার পুরনিগম পরিষ্কার করে দেওয়ার পর...

Mumbai | মুম্বইয়ে বিধ্বংসী ধুলোঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৮ , আহত প্রায় ৬০

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ঘাটকোপারে বিধ্বংসী ধুলোঝড়ের দরুন হোর্ডিং ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৮, আহত প্রায় ৬০ জন। ভেঙে পরা হোর্ডিংয়ের নীচে...

Most Popular