Tuesday, September 26, 2023
HomeBreaking Newsটানা তিনদিন ছুটি সেপ্টেম্বরে, ঘোষণা নবান্নের, খুশি সরকারি কর্মীরা

টানা তিনদিন ছুটি সেপ্টেম্বরে, ঘোষণা নবান্নের, খুশি সরকারি কর্মীরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বরে টানা তিনদিন ছুটি সরকারি কর্মচারীদের। ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার ঘোষণার সঙ্গে জুড়ল আরও দুদিনের ছুটি। আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর শনিবার ও রবিবার পড়েছে।এই বছর ২৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সুতরাং টানা তিনদিনের ছুটির খবরে বেজায় খুশি সরকারি কর্মচারী মহল।

 

ছুটির ঘোষণা হওয়ায় ছোটখাট ঘোরার পরিকল্পনা করে ফেলেছেন অনেকেই। দুর্গাপুজোর আগে টানা তিন দিনের ছুটিতে দিঘা, মন্দারমনি থেকে শুরু করে পুরুলিয়া, ঝাড়গ্রাম ঘুরে আসতে পারেন ভ্রমণপিপাসু মানুষজন।আবার উত্তরবঙ্গের মানুষের কাছে পাহাড় ও ডুয়ার্সের ছোট ছোট জনপদগুলি তো রয়েছেই। করম পুজো এবং সবেবরাত উপলক্ষ্যে এবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস কাছারি বন্ধ থাকবে। আগে অবশ্য করম পুজো ও সবেবরাত ‘সেকশনাল হলিডে’ ছিল। দীর্ঘদিনের দাবি মেনে সরকার ঠিক করেছে, ওই দু’টো দিন সম্পূর্ণ ছুটি দেওয়া হবে।

 

‌অন্যদিকে, করম পুজোয় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে মানুষজন মেতে উঠবেন উৎসবের মেজাজে।এই পুজোকে নিজে চোখে দেখতে বহু পর্যটকরাও ভিড় জমান সেখানে। এবার হাতে তিনদিনের ছুটি।সেই ছুটিকে কাজে লাগাতে চাইছেন বহু সরকারি কর্মচারী। পাশাপাশি মালদার হবিবপুর এলাকাতেও এই পুজো মহাধুমধাম করে পালিত হয়। করম পুজোতে আসলে প্রকৃতিকে পুজো করেন জনজাতি থেকে আদিবাসীরা।প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লা একাদশীতে করম পুজো পালন করা হয়ে থাকে। ওই দিন করম গাছের ডাল পুতে করম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হয় বলে কথিত আছে।

 

ইতিমধ্যেই ঝাড়গ্রাম ট্যুরিজম করম পুজো নিয়ে তৈরি করেছে থিম সং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসব নিয়ে বলেছিলেন, ‘বাংলায় সব উৎসবকে সমান গুরুত্ব দেয় আমাদের সরকার। এখানে দুর্গাপুজো এবং ইদে ছুটি পায় সব সম্প্রদায়ের মানুষজন। রঘুনাথ মুর্মু থেকে পঞ্চানন বর্মার জন্মদিনেও পুরোপুরি ছুটি থাকে। আমরা মনে করি সর্বধর্ম সমন্বয়ের মিলনস্থল এই বাংলা।’‌

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments