ফুলবাড়ি: মৎস্য শিকারির বড়শিতে উঠে আসল প্রায় ৩০ কেজি ওজনের একটি কচ্ছপ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা-২ ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব মুকুলডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার মৎস্য শিকারি মকসেদুল মিয়াঁ এদিন সকালে স্থানীয় মুজনাই নদীতে মাছ ধরার জন্য বড়শি পাতেন। বড়শিতে বড়ো মাছ বিদ্ধ হয়েছে এই ভেবে দীর্ঘক্ষণ চেষ্টার পর যখন পাড়ে আনা হয়। তখন বুঝতে পারেন যে, তাঁর বড়শিতে মাছ নয়। বিদ্ধ হয়েছে একটি বড় মাপের কচ্ছপ। পরে কচ্ছপটিকে ডাঙ্গায় তোলা হয়। ঘটনার কথা চাউর হতেই এলাকার প্রচুর মানুষ ভিড় জমান কচ্ছপটি দেখার জন্য। খবর দেওয়া হয় বন দপ্তর ও ঘোকসাডাঙ্গা থানায়। পরে বন দপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যান।
বন দপ্তরের মাথাভাঙ্গার রেঞ্জার সজল পাল বলেন, ‘পূর্ব মুকুলডাঙ্গায় মুজনাই নদী থেকে বড়শিতে উঠে আসা কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কচ্ছটিকে কোথায় ছাড়া হবে সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না।‘