শ্রীনগর: ফের উত্তপ্ত ভূস্বর্গ। শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি হামলায় মৃত্যু হল দুই সেনার। গুরুতর জখম ৪ সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা সূত্রে খবর, জঙ্গিদের কয়েকটি গোষ্ঠী ছোট ছোট দলে ভাগ হয়ে কান্দি জঙ্গলে আশ্রয় নিয়েছে। এই খবর পেয়ে এদিন সেখানে সন্ত্রাসদমনে অভিযান চালানো হচ্ছিল। সেইসময় জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। জখম চার জন উধমপুরের কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেনার তরফে জানানো হয়েছে, নতুন করে ওই এলাকায় অভিযান চালাবে তারা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরেই জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে গুলির লড়াই। দুই পক্ষের সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়। তাদের কাছ থেকে একে ৪৭ রাইফেল সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। তার আগে বুধবার সকালে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারায় দুই জঙ্গি। পুলিশ সূত্রে খবর, দু’জনই লস্কর-ই-তইবা দলের সদস্য ছিল।