আসানসোল: আইনি জটিলতা শেষে বুধবার শপথ নিলেন আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক। এদিন সকাল সাড়ে এগারোটায় পুরনিগমের ‘মুখোমুখি’ হলে একটি অনুষ্ঠানে দুই ডেপুটি মেয়রকে শপথ বাক্য পাঠ করান আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান ও কাউন্সিলাররা। পরে মেয়র জানান, দুই ডেপুটি মেয়র গত ১৪ মাস আসানসোল পুরনিগমের কাজে সবসময়ই ছিলেন। কিন্তু আইনি জটিলতা ছিল বলে শপথ গ্রহণ হয়নি। অবশেষে আইনি জটিলতা শেষে এদিন শপথ গ্রহণ করেছেন পুরনিগমের দুই ডেপুটি মেয়র। এখন ১০৬টি ওয়ার্ডে পুর উন্নয়নের কাজ আরও ভালোভাবে হবে। অন্যদিকে, দুই ডেপুটি মেয়রের বক্তব্য, যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা তাঁরা যথা সাধ্য পালনের চেষ্টা করবেন। মানুষের কাছে পুর পরিষেবা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।
রাজ্যপাল সিভি আনন্দ বোস ফাইলে সই করার পর পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনে সংশোধনীর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। দুই ডেপুটি মেয়র নিয়ে গত ৪ মে জারি করা সেই নোটিফিকেশনে স্পষ্ট বলা হয়েছে, এখন থেকে রাজ্যে পুরনিগমে দুজন ডেপুটি মেয়র থাকতে পারবেন। ‘ডেপুটি মেয়র’-এর পরিবর্তে ‘ডেপুটি মেয়র্স’ বলা হবে।