Tuesday, May 14, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গবোনাস নিয়ে টানাপোড়েন, পুজোর মুখে বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির দুই চা বাগান

বোনাস নিয়ে টানাপোড়েন, পুজোর মুখে বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির দুই চা বাগান

নাগরাকাটা: বোনাস ইস্যুতে একযোগে বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির দুই চা বাগান। একই সংস্থার মালিকানাধীন মালবাজারের সাইলি ও নাগরাকাটার নয়া সাইলি বাগানে গত বৃহস্পতিবার রাতে কর্ম বিরতির নোটিশ জারি করা হয়। এদিন সকালে শ্রমিকরা কাজে গিয়ে বিষয়টি টের পান। এরপরেই ক্ষোভ আছড়ে পড়ে বাগান দুটিতে। শ্রম দপ্তরের গোচরে বিষয়টি আসার সঙ্গেই সঙ্গেই শনিবার দুই বাগানের মালিকপক্ষকে নিয়ে মালবাজারে সহকারী শ্রম কমিশনারের দপ্তরে আলাদা করে দুটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

সাইলি ও নয়া সাইলি দুটি চা বাগানই মালিকপক্ষের সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশনের (আইটিপিএ) সদস্যভুক্ত। গত বৃহস্পতিবার রাতে জলপাইগুড়িতে আইটিপিএ-র কার্যালয়ে বোনাস চুক্তি স্বাক্ষরিত হলেও তা থেকে শেষ মূহুর্তে ওই দুই বাগান চুক্তি থেকে বেরিয়ে আসে বলে জানা গিয়েছে। এদিন সকাল থেকে কাজে গিয়েও সেখানকার কোনও পরিচালকদের শ্রমিকরা আর দেখতে পাননি। কর্মবিরতির নোটিশে সাইলির ক্ষেত্রে ১৬.৫ ও নয়া সাইলির ক্ষেত্রে ১৫.৫ শতাংশ হারের বোনাস ঘোষণা করার জন্য তাঁদের ওপর বলপূর্বক চাপ তৈরি করা হয় বলে সংশ্লিষ্ট পরিচালকরা দাবি করেছেন। যা তাঁদের সাধ্যের বাইরে এমনটা শ্রমিক প্রতিনিধিদের বোঝানো সত্ত্বেও কেউ কর্ণপাত করেনি। যেকারনে নিজেদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও দুই বাগানের শ্রমিকরাই মালিকদের বক্তব্যকে জোরালো ভাষায় খন্ডন করেছেন। সহকারী শ্রম কমিশনার প্রণব কুমার দাস বলেন, ‘দুটি বাগানের শ্রমিক প্রতিনিধিরাই এদিন এসেছিলেন। বাগানের পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ করা হচ্ছে।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
Get Rid of Ants গরমে সারা বাড়িতে পিঁপড়ের জ্বালা, কীভাবে পাবেন রেহাই? জেনে রাখুন গরম বাড়লেই তাদের দেখা মেলে। রান্নাঘর থেকে বইয়ের তাক, জানলার কোনা...

Buxa Tiger Reserve | আসন্ন বর্ষায় বক্সায় ১০০ হেক্টর ঘাসজমি তৈরির উদ্যোগ বন দপ্তরের

0
মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: বক্সা টাইগার রিজার্ভে (Buxa Tiger Reserve) আসন্ন বর্ষায় ১০০ হেক্টর ঘাসজমি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জাতের নানা প্রজাতির ঘাস চাষেই...

Siliguri | পানীয় জলের অভাবে শিলিগুড়ি, সমস্যা মেটাতে চালু হচ্ছে পাম্পিং স্টেশন

0
শিলিগুড়ি: বেশ কিছুদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছে শহর শিলিগুড়ি (Siliguri)। এবার এই সমস্যা সমাধানে দুটি পাম্পিং স্টেশন (Pumping station) চালু করছে শিলিগুড়ি পুরনিগম...
Hand siren to prevent leopard attack

Leopard Attack | চিতাবাঘ ঠেকাতে ব্যবস্থা, হামলা থেকে বাঁচতে হ্যান্ড সাইরেন

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: চা বাগানে চিতাবাঘের হামলা (Leopard Attack) প্রায় নিত্যদিনের। এতে একদিকে যেমন মানুষ জখম হয়। অন্যদিকে বুনোরাও উত্তেজিত জনতার কবলে প্রায়শই বিপন্ন...

আবর্জনা জমে নরককুণ্ড খেঁচগাঁজা খাল, খড়িবাড়িতে ব্যর্থ ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প

0
খড়িবাড়ি: খড়িবাড়িতে মুখ থুবড়ে পড়েছে সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। বাজারের সমস্ত আবর্জনা খেঁচগাঁজা সেতুর উপর থেকে নীচে খালে ফেলা হচ্ছে। অভিযোগ, এতে...

Most Popular