শিলিগুড়ি: টোটোচালকের বুদ্ধিমত্তায় পাচারের আগে তিন নাবালিকাকে উদ্ধার করল শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় কাশ্মীরের দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কাজের টোপ দিয়ে আট ও নয় বছরের তিন নাবালিকাকে কাশ্মীরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তিন নাবালিকারই বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায়। শিলিগুড়ির হংকং মার্কেট এলাকা থেকে এদের নিয়ে কাশ্মীরের দুই মহিলা টোটোতে ওঠেন। স্থানীয় একটি হোটেলে নিয়ে যেতে টোটোচালককে বলেন ওই দুই মহিলা। কিন্তু নাবালিকারা কান্নাকাটি করায় টোটোচালকের সন্দেহ হয়। তিনি তাঁদের এয়ারভিউ ট্রাফিক পয়েন্টে নিয়ে যান। সেখানে গিয়ে ট্রাফিক পুলিশ কর্মীদের পুরো বিষয়টি জানান টোটো চালক। এরপরেই ট্রাফিকের পক্ষ থেকে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন কিশোরীকে উদ্ধার করে এবং দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, কিছুদিন আগেই নাবালিকাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে কাশ্মীরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে উদ্ধার হওয়া নাবালিকারা জানিয়েছে, তাদের ইচ্ছের বিরুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে হেপাজতে নেবে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এর পেছনে কোন বড় পাচার চক্র কাজ করছে। এই কিশোরীদের কাশ্মীরে নিয়ে গিয়ে কোথাও বিক্রি করে দেওযার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।