শিলিগুড়িঃ শিলিগুড়ি শহরে রমরমিয়ে চলছে আইপিএল বেটিং। এই ঘটনার খবর মিলতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করল স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) এবং প্রধাননগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় অভিযান চালিযে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন রহিত সিংহ এবং নবাঙ্কুর সরকার। দুজনেই গুরুং বস্তি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের হেপাজত থেকে নগদ চার হাজার টাকা উদ্ধার হয়েছে। তবে অভিযুক্তরা অনলাইনে প্রচুর টাকার লেনদেন করেছে বলেও অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে প্রধাননগর থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সুভেন্দ্র কুমার জানিয়েছেন, অভিযুক্তদের মোবাইলে বেশকিছু অ্যাপ পাওয়া গিয়েছে। ওই অ্যাপের মাধ্যমেও মোটা অংকের লেনদনের ইতিহাস পাওয়া গিয়েছে।
মঙ্গলবার এসওজির কাছে খবর আসে প্রধাননগরের একটি আবাসনের হলঘরে আইপিএল বেটিং চলছে। খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে এসওজির একটি দল ওই আবাসনে হানা দেয়। সেখানে হানা দিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে। এরপর জিজ্ঞাসাবাদ করতেই আসল তথ্য সামনে আসতে শুরু করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ফ্ল্যাটের ঘরে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল। এরপর সেখানে অনলাইন অ্যাপের মাধ্যমে টাকার লেনদেন করা হত। শিলিগুড়ি ছাড়াও বাইরে থেকে অনেকেই এই জুয়ার আসরে যোগ দিতেন বলে তদন্তকারিরা জানতে পারে। এরপরেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে হেপাজতে নেবে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বেটিংয়ে যুক্ত মযনাগুড়ির এক ব্যক্তির নাম পাওযা গিয়েছে বলে সূত্রের খবর।
এদিকে, গত সাত দিনে শিলিগুড়িতে আইপিএল বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এর আগে মুদির দোকানের আড়ালে এবং সোনার দোকানের আড়ালে আইপিএল বেটিং চালানো হচ্ছিল। সব মিলিযে লক্ষাধিক টাকা নগদ উদ্ধার হয়েছে। তদন্তকারিদের অনুমান শহরের আরও বেশ কয়েক জায়গায় এই ধরনের আইপিএল বেটিং চক্র সক্রিয় রয়েছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।