উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকাল থেকেই শুরু হল গঙ্গার (Ganga River) নীচ দিয়ে যাওয়া ইস্ট-ওয়েস্ট মেট্রোর (Underwater Metro) যাত্রী পরিষেবা। বহু প্রতীক্ষিত এই মেট্রোর পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উন্মাদনা দেখা যায়। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৭টায় এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো রওনা দেয় হাওড়া ময়দানের উদ্দেশে।
গত ৬ মার্চ গঙ্গার নীচের মেট্রোপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ওইদিন শহরের আরও দু’টি মেট্রো রুটেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার মধ্যে ছিল জোকা-তারাতলা এবং নিউ গড়িয়া-রুবি মেট্রো। তবে শহরের বাকি দু’টি মেট্রো পথের তুলনায় এসপ্ল্যানেড-হাওড়া ময়দান (Esplanade-Howrah Maidan)-এই ৪.৮ কিলোমিটার দূরত্বের রুট নিয়েই যাত্রীদের মধ্যে উৎসাহ অনেক বেশি দেখা যায়।
গঙ্গার নীচে ৫২০ মিটার মেট্রোপথ যেতে সময় লাগবে ৪৫ সেকেন্ড। গঙ্গার নীচ সুড়ঙ্গে জ্বলবে নীল আলো। ওই আলোই বুঝিয়ে দেবে ট্রেন এখন গঙ্গার নীচে রয়েছে। এই রুটে যে স্টেশনগুলি রয়েছে সেগুলি হল, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড। হাওড়ায় মেট্রো স্টেশনটি রেলস্টেশনের পুরোনো এবং নতুন কমপ্লেক্সের মাঝখানে। ফলে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল, উভয় দিকের যাত্রীদেরই সুবিধা হবে মেট্রো ধরতে।