দিনহাটা: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার কোচবিহার জেলার দিনহাটা-২ ব্লকের কিশামতদশগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোবড়াছড়া দশগ্রামের কদমতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম আলেয়া বিবি(৩৫)। গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, তাদের মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে খুন করা হয়েছে। এরপরই বাড়ি ছেড়ে পালিয়ে যান গৃহবধূর স্বামী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় সাহেবগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ি আগে দিনহাটা-১ ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউডিহি এলাকার আলেয়া বিবির সঙ্গে বিয়ে হয় দিনহাটা-২ ব্লকের কদমতলা এলাকার বাসিন্দা ফজরুল হকের। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দুই মেয়ের বিয়েও হয়েছে। ফজরুল ও আলেয়ার মধ্যে পারিবারিক বিবাদ লেগেই থাকত। সম্প্রতি আলেয়া বাপের বাড়িতে যায়। গতকাল রাতেই সে ফিরে এসেছিল। মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন করতেই ফজরুল কখনও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আবার কখনও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে। শ্বশুর বাড়িতে গিয়ে ফজরুল আলেয়াকে মারার হুমকি দিয়েছিল দাবি পরিবারের। এদিকে ঘটনার পর থেকেই গৃহবধূর শ্বশুর বাড়ির পরিবারের সকলেই পলাতক। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।