রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

Corruption | ফলক না বসিয়েই রাস্তা নির্মাণ! দুর্নীতির অভিযোগে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ

শেষ আপডেট:

চাঁচল: ফলক না বসিয়েই রাস্তা নির্মাণের (Road Construction) কাজ করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। আর এর পেছনেই দুর্নীতির (Corruption) গন্ধ পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাই মঙ্গলবার দুপুরে রাস্তার কাজ বন্ধ করে দেন চাঁচল থানার নৈকান্দা এলাকার বাসিন্দারা।

সাধারণত, সরকারি যে কোনো কাজ শুরু করার আগে ফলক বসানো হয়। সেখানে থাকে কাজের বিস্তারিত বিবরণ, বরাদ্দকৃত অর্থের পরিমাণ, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার নাম ইত্যাদি। সেটা দেখেই কাজ সম্বন্ধে অবগত হয় এলাকার মানুষ। এলাকাবাসীদের অভিযোগ, সেই কাজেই দুর্নীতি হচ্ছে। দায়সারা ভাবে কাজ করছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঠিকাদারি সংস্থার (Contracting Company) পক্ষ থেকে কয়েকজন এলাকাবাসীর নামে চাঁচল থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও গণস্বাক্ষর করে কাজে দুর্নীতির অভিযোগে চাঁচল ১ নং ব্লকের বিডিওর কাছে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ডেপুটেশন দেন।

স্থানীয়রা জানান, মাটির উপরে পাথর দিয়ে দায়সারা ভাবে কাজ করছেন ঠিকাদার। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। রাস্তার কাজের জন্য নতুন করে মাটি না ফেলে দুই ধারের মাটি দেওয়া হচ্ছে। তাই তাঁরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ (Unrest) দেখান। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে খরবা ফাঁড়ির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে ফের শুরু হয় কাজ। যদিও ওই ঠিকাদারি সংস্থার দাবি, রাস্তার কাজে ফলক বসানো হয়েছিল। জলের পাইপ লাইনের জন্য মাটি খোঁড়ার কাজ হওয়াই সেই ফলক উঠে গেছে।” এব্যাপারে চাঁচল ১ ব্লকের বিডিও (BDO) থিনলে ফুনস্টক ভুটিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।‘

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Kunal Ghosh | ‘মুখোশধারী রামবামের ব্রিগেড’, বামেদের সমাবেশকে কটাক্ষ কুণালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বামেদের ব্রিগেড সমাবেশকে অনেক আগে...

Falakata | ফালাকাটায় রহস্যময় কুয়োর ধ্বংসাবশেষের হদিস! কী রয়েছে এর ভেতরে?

ভাস্কর শর্মা,ফালাকাটা: ফালাকাটা পোস্ট অফিস মাঠে কুয়োর ধ্বংসাবশেষ ঘিরে...

Kaliyaganj | বেতন তোলেন নিয়মিত, করণিকের দায়িত্বে থাকলেও স্কুলে আসেন না উপপুরপ্রধান!

কুশমণ্ডি ও কালিয়াগঞ্জ: একদিকে রাজনীতি অন্যদিকে প্রশাসনিক পদ, তার...

Teacher | মানসিকভাবে বিধ্বস্ত, ফের পরীক্ষায় বসবেন অনামিকা

রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ : দেড় বছর শিক্ষকতার চাকরি করতে...