লখনউ: চলন্ত ট্রেনে এক মহিলা পুলিশকর্মীকে আক্রমণের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল উত্তরপ্রদেশ পুলিশ। তার দুই সঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি, অযোধ্যা স্টেশনে সরযূ এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক মহিলা কনস্টেবলকে। তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পুলিশকর্মী। সেই ঘটনায় অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ। খোঁজ পেয়েই তাঁকে এনকাউন্টার করা হয়। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্তের নাম আনিস। শুক্রবার সকালে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে আনিস ও তার দুই সঙ্গী। পুলিশের গুলিতে গুরুতর জখম হন আনিস। পরে তাঁর মৃত্যু হয়। আনিসের দুই সঙ্গী গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মী রতন শর্মাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করে এলাহাবাদ হাইকোর্ট। তদন্তে জানা যায়, একটি সিটে বসা নিয়ে মহিলা পুলিশকর্মীর সঙ্গে বচসায় জড়ায় অভিযুক্ত তিনজন। এরপরই তাঁরা কনস্টেবলকে আক্রমণ করেন। ঘটনার প্রায় একমাস পর পুলিশের গুলিতে নিকেশ হল মূল অভিযুক্ত।