উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় (Social media) আজব ফ্যাশনে প্রায়ই হইচই ফেলে দেন উরফি জাভেদ (Urfi javed)। সেই উরফিই ইনস্টাগ্রামে (Instagram) একটি ছবি পোস্ট করেন, যা দেখে দুশ্চিন্তায় পড়ে যান তাঁর অনুরাগীরা।
কী এমন ছবি পোস্ট করেছিলেন উরফি? নাকে লাগানো অক্সিজেন মাস্ক। হাতে স্যালাইনের পাইপ। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন উরফি জাভেদ। হঠাৎ কী হল তাঁর? হাসপাতালে কেন ভর্তি? এসব প্রশ্ন উঠলেও উরফির তরফে কোনও জবাব পাওয়া যায়নি। উলটে কিছুক্ষণ পরই সেই ছবি ডিলিট করেন তিনি।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী (Hindi television actree) হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি জাভেদ। পরে ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। বর্তমানে উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি। তবে অনেকে উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করলেও অনেকেই আবার তাঁর এরকম পোশাকের বিরোধীও।