Sunday, May 5, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরRSS | সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ আরএসএসের চিঠি, কী রয়েছে এই চিঠিতে?

RSS | সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ আরএসএসের চিঠি, কী রয়েছে এই চিঠিতে?

রায়গঞ্জ: দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের মুখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরএসএসের প্যাডে বিজেপির জেলা সভাপতিকে লেখা চিঠি। চিঠিতে লেখা রয়েছে, ‘রায়গঞ্জের কংগ্রেস প্রার্থীকে যেন কোনওভাবেই বিব্রত করা না হয়। এই বিষয়ক সবরকম আলোচনা আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পন্ন হয়েছে। সমীক্ষায় তৃণমূল এগিয়ে থাকলেও এই আঁতাত আমাদের জেতার সম্ভাবনা কয়েকগুন বাড়িয়ে দেবে।’ যদিও ভাইরাল হওয়া এই চিঠির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। গোটা বিষয়টিকে ‘ফেক’ বলে জানিয়েছে আরএসএস।
সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারকে ২২ এপ্রিল এই চিঠিটি দেওয়া হয়েছে। গুরুত্ব অনুধাবন করে বিষয়টির গোপনীয়তা বজায় রাখতে বলা হয়েছে চিঠিতে। এনিয়ে জেলার রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। চিঠির নীচে জলন্ধর মাহাতোর স্বাক্ষর রয়েছে। তাঁর পদ হিসাবে ‘প্রান্ত প্রচারক, পশ্চিমবঙ্গ’ লেখা রয়েছে।
পুরো ঘটনাটিকে ভুয়ো আখ্যা দিয়ে আরএসএসের উত্তরবঙ্গ প্রান্তের প্রান্তপ্রচার প্রমুখ সমীর ঘোষ বলেন, ‘প্রথমত, পশ্চিমবঙ্গ প্রান্ত বলে কোনও প্রান্ত আরএসএসের নেই। দ্বিতীয়ত, যে কার্যকর্তার নামে চিঠিটি দেওয়া হয়েছে, তাঁর নাম জলন্ধর মাহাতো লেখা রয়েছে। আমাদের একজন কার্যকর্তার নাম জলধর মাহাতো। তৃতীয়ত, জলধর মাহাতো হলেন ‘সহ ক্ষেত্র প্রচার প্রমুখ’। চিঠিটি যে বা যাঁরা বানিয়েছে, তাঁদের আরও বুদ্ধি করে বানাতে হত। খুব সহজেই বোঝা যাচ্ছে চিঠিটি ভুয়ো। চতুর্থত, বাংলাভাষী প্রান্তের চিঠির ‘লেটার হেড’ কখনই হিন্দিতে হবে না। অথচ চিঠিতে লেটার হেড হিন্দিতে লেখা রয়েছে। বিজেপির সঙ্গে আরএসএসের সরাসরি কোনও যোগাযোগও নেই।’
ঘটনাপ্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের বক্তব্য, ‘আমি এমন কোনও চিঠি পাইনি। বিজেপির নামে কেউ বা কারা অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই নোংরা খেলায় মেতে উঠেছে কেউ কেউ। যারা জনবিচ্ছিন্ন, তারাই সংঘের প্রচারকের নামে অপপ্রচার করছে।’
জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত এনিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘এমন কোনও চিঠিকে আমরা গুরুত্ব দিই না। কংগ্রেসই একমাত্র দল, যারা কোনও সাম্প্রদায়িক দলের সঙ্গে মিলে রাজনীতি করে না। তৃণমূলই একসময় এনডিএর শরিক ছিল। আমরা আরএসএস ও বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়ি। রায়গঞ্জ আসন থেকে কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জিততে চলেছেন।’
তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ঘটনাপ্রসঙ্গে বলেন, ‘আমরা শুরু থেকেই বিজেপির সঙ্গে কংগ্রেস ও সিপিএমের আঁতাতের কথা বলে আসছি। বিজেপির বি টিম যে কংগ্রেস আর সিপিএম সেটা আজ প্রমাণিত হল। কিন্তু এতে কোনও লাভ হবে না।‘

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Amit Shah | অমিত শায়ের ভিডিও বিকৃতির অভিযোগ, গ্রেপ্তার কংগ্রেস কর্মী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাযের বক্তব্যের একটি ভিডিও বিকৃত করার অভিযোগে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) জাতীয় কোঅর্ডিনেটর (সোশ্যাল মিডিয়া) অরুণ...
mango waffle recipe

ব্রেকফাস্টে নতুনত্ব কিছু চান? বানিয়ে নিন ‘আমের ওয়্যাফল’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকাল মানেই আমের মরশুম। তাই শুধু শুধু আম না খেয়ে, পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারেন দারুন দারুন সব পদ।...

Death Case | স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, নিজের গলায় চাকু চালিয়ে আত্মঘাতী স্বামী!

0
কিশনগঞ্জ: এক দম্পতির রহস্যমৃত্যু (Death Case) ঘিরে চাঞ্চল্য ছড়াল বিহারের (Bihar) পূর্ণিয়ায় (Purnia)। স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর স্বামী নিজের গলায় চাকু চালিয়ে আত্মঘাতী...

S. Jaishankar | ভারতকে ‘জেনোফোবিক’ আখ্যা মার্কিন প্রেসিডেন্টের, পালটা জবাব জয়শংকরের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারত সহ আরও কিছু দেশকে ‘জেনোফোবিক’ (Xenophobic) বলে আখ্যা দেওয়ার পরদিনই এই বিষয়ে মুখ খুললেন...

Asansol | পুলিশি অভিযানে হোটেল থেকে উদ্ধার তক্ষক, গ্রেপ্তার ৫

0
আসানসোল: অভিযান চালিয়ে একটি হোটেল থেকে বিরল প্রজাতির একটি তক্ষক (Tokay Gecko) উদ্ধার করল আসানসোল (Asansol) দক্ষিণ থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে...

Most Popular