উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নববর্ষে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ দিনভর মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় বাড়বে রোদ এবং গরম। উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপটও ক্রমশ বৃদ্ধি পাবে। দুই বঙ্গেই হতে পারে বৃষ্টিপাত। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আপাতত তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা বাংলার জন্য নেই।
রবিবার সেভাবে কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টির সম্ভাবনাও অত্যন্ত কম। ওডিশায় তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে বাংলায়। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার নববর্ষের দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হতে পারে বৃষ্টি। দার্জিলিং ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে হতে পারে হালকা বৃষ্টি। বাকি উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।