উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে বিদায়ের পথে শীত! তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকতে পারে কুয়াশার দাপট। আগামী চার থেকে পাঁচদিন আবহাওয়া থাকবে শুষ্ক। কুয়াশার দাপট বেশি থাকতে পারে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।
কলকাতার তাপমাত্রার পারদ শনিবার ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয় পুরুলিয়া সহ সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দিনাজপুরেও তৈরি হয় শৈত্য প্রবাহের পরিস্থিতি। সরস্বতী পুজোর আগেই এই হাওয়া বদলে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। কিন্তু, সপ্তাহের শুরুতেই ফের একবার হাওয়া বদলের ইঙ্গিত। ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে। বুধ ও বৃহস্পতিতে বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান করছেন আবহবিদরা।
সরস্বতী পুজোর দিন ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে শহর কলকাতার তাপমাত্রার পারদ। তবে রবিবারও তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী। সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাছন্ন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। তবে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। শুধু তাই নয়, বুধবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।