উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আম্বানি-আদানি যোগে কংগ্রেস শিবির বহুবার বিঁধেছে প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। বুধবার তেলেঙ্গানায় নির্বাচনি জনসভা থেকে আম্বানি-আদানি (Ambani adani) ইস্যুতে পালটা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) খোঁচা দিলেন মোদি। বললেন, ‘শাহাজাদা আদানি-আম্বানির থেকে কত টাকা নিয়েছেন?’
আগামী ১৩ মে তেলেঙ্গানা একসঙ্গে রয়েছে বিধানসভা ও লোকসভা (Election) ভোট। তার আগে এটা মোদির তৃতীয় রাজ্য সফর। তাই এদিনের জনসভা থেকে রাহুল তথা কংগ্রেসকে খোঁচা দিতে কোন কসুর রাখলেন না প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পাঁচ বছর ধরে কংগ্রেসের শাহাজাদা একটা মন্ত্রই জপ করে গিয়েছে। রাফাল নিয়ে মিথ্যা প্রমাণিত হওয়ার পর থেকেই আদানি-আম্বানির এই মন্ত্র জপ শুরু করেছিল। কিন্তু নির্বাচন (Lok Sabha 2024) ঘোষণা হওয়ার পর থেকেই আদানি-আম্বানির নাম নেওয়া বন্ধ করে দিয়েছে।’
এতটুকুতে না দমে মোদি আরও বলেন, ‘আমি তেলেঙ্গানার মাটি থেকে প্রশ্ন করতে চাই, আদানি-আম্বানির থেকে কত টাকা নিয়েছেন? কোনও চুক্তি হয়েছে? কেন রাতারাতি ওদের আর গালাগালি দেওয়া বন্ধ করে দিলেন? ডাল মে কুছ কালা হ্যায়! কত ব্যাগ কালো টাকা তাঁদের কাছ থেকে পেয়েছেন? এই আচমকা নীরবতার মানে হল আপনিও ট্রাক ভর্তি চোরি কা মাল পেয়েছেন।’