কলকাতা: ফোটোশুটের নামে স্টুডিওয় ডেকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। কলকাতার রিজেন্ট পার্কের ঘটনা। তদন্তে নেমে রবিবার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম ধৃতের নাম শুভজিৎ চৌধুরী। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। নাবালিকার মেডিকেল টেস্ট হয়েছে। ঘটনায় অপর অভিযুক্তের খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক সপ্তাহ আগে শুভজিতের সঙ্গে পরিচয় হয়েছিল নাবালিকার। অভিনয়ে নামানোর প্রতিশ্রুতি দিয়ে তাকে রিজেন্ট পার্কের একটি স্টুডিওয় ডেকেছিলেন ওই যুবক। অভিযোগ, ফোটোশুটের নামে মেয়েটির বেশ কিছু অশ্লীল ছবি তোলেন তিনি। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করেন শুভজিৎ। নির্যাতিতার পরিবারের তরফে এবিষয়ে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত নেমে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে সোমবার আলিপুর আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে আগামী ১৫ মে পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন।