Wednesday, May 1, 2024
Homeবিনোদনপ্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া অভিনীত ‘জি লে জারা’ ছবি নিয়ে বড় ঘোষণা জোয়া আখতারের

প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া অভিনীত ‘জি লে জারা’ ছবি নিয়ে বড় ঘোষণা জোয়া আখতারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফারহান আখতারের তিন বন্ধুকে নিয়ে ছবি দিল চাহতা হ্যায়, জিন্দেগি না মিলেগি দোবারার পর নয়া সংযোজন ‘জি লে জারা’। এবার তিনি বান্ধবীর রোড ট্রিপের গল্প বলবে এই ছবি। তিন তারকা অভিনেত্রী-প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট এই ছবিতে প্রধান ভূমিকায় থাকবেন। ২০২১ সালে ফারহান আখতার ও জোয়া আখতার পরিচালিত এই ছবির ঘোষণার পর থেকেই ঝড় উঠেছিল নেট দুনিয়ায়। অনুরাগীরা ছবিটি সম্পর্কে কোনও নয়া ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এক সময় শোনা গিয়েছিল যে, প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফ দুজনেই এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু ছবি নির্মাতারা দ্রুত সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন।

সম্প্রতি জোয়া আখতার নিজেই বহুল প্রতীক্ষিত এই ছবি সম্পর্কে একটি ঘোষণা করলেন। ছবিটি বাতিল হওয়ার খবর অস্বীকার করে, তিনি জানালেন, ‘তারা আসলে অভিনেত্রীদের সময়ের জন্য অপেক্ষা করছেন। এবছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে।‘

জানা গিয়েছে, প্রিয়াঙ্কার হাতে এখন হলিউডের একাধিক কাজ রয়েছে। সেই সব শুটিং নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী। এমনকি তাঁর গোটা বছরের কোনও তারিখ ফাঁকা নেই তাই ২০২৩ সালে তিনি শুটিংয়ের জন্য কোনও সময় দিতে পারবেন না। এরপরেই তিনি ফারহানকে ২০২৪ সালে এই ছবির শুটিং করার অনুরোধ করেন। প্রিয়াঙ্কার ফারহান এই প্রস্তাবে রাজি হলেও আলিয়ার সেক্ষেত্রে ডেট নিয়ে সমস্যা দেখা দেয়। আগামী বছর আলিয়ার হাতে দুটো বড় ছবির কাজ আছে। একদিকে তিনি রামায়ণের শুটিং করবেন, অন্যদিকে রয়েছে ‘বৈজু বাওরা’। শুটিংয়ের পাশাপাশি রয়েছে ছবির প্রচারও। তাই এই কারণে কোনওভাবেই ২০২৪ সালে আলিয়া সময় দিতে পারবেন না। তাই এই নানা সমস্যার জন্য ফারহান জানিয়ে দেন যে তিনি ততদিন অপেক্ষা করবেন যতক্ষণ না তিনি সবাইকে একসঙ্গে পাচ্ছেন। এখন শুধুমাত্র অভিনেত্রীদের সময়ের অপেক্ষায় ছবি নির্মাতারা।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | তৃতীয় দফা ভোটের আগে দলের প্রার্থীদের চিঠি লিখলেন মোদি,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগেই প্রধানমন্ত্রীর (Prime Minister) বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ উঠেছিল।  এবার পিছিয়ে পড়া শ্রেণির ভোট নিশ্চিত করতে দলিত ও তপসিলি তাস খেললেন...

Totapara Tea Garden | শ্রমিক অসন্তোষের জের! কর্মবিরতি তোতাপাড়া চা বাগানে

0
নাগরাকাটা: শ্রমিক অসন্তোষের জের। মে দিবসের প্রাক্কালে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হল বানারহাটের তোতাপাড়া চা বাগানে (Totapara Tea Garden)। বেশ কয়েকদিন ধরেই বাগানটিতে পাওনাগন্ডাকে কেন্দ্র...

Gorumara National Park | কেমন আছে গরুমারা? খতিয়ে দেখতে এলাকায় ফরাসি প্রতিনিধি দল

0
শুভদীপ শর্মা ও অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: গরুমারা জঙ্গল (Gorumara National Park) কীভাবে পরিচালিত হচ্ছে? কেমনই বা রয়েছে এখানের বন ও বুনোরা? বন দপ্তরের সঙ্গে...

Harirampur | চা বিক্রেতার মাথা থেঁতলানো দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

0
হরিরামপুর: বাড়ি থেকে একশো মিটার দূরে চা বিক্রেতার মাথা থেঁতলানো দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল এলাকাজুড়ে। হরিরামপুরের (Harirampur) ধনাইপুরের ঘটনা। মৃতের নাম সন্তোষ গোস্বামী (৬১)।...

Kaliyaganj | প্রভাবশালীদের দাপটে ভরাট হচ্ছে পুকুর ও নদী! পুলিশ-প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

0
অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: ফের শিরোনামে কালিয়াগঞ্জের (Kaliyaganj) শ্রীমতি নদী। বেলাগাম মাটি চুরির অভিযোগে ক্ষিপ্ত সেখানকার বাসিন্দারা। এনিয়ে কালিয়াগঞ্জ থানায় (Kaliyaganj police station) অভিযোগও দায়ের...

Most Popular