নিউজ ব্যুরো: দিদির ওপর অ্যাসিড হামলার বদলা নিলেন দুই ভাই! দশ বছর আগে অ্যাসিড হামলায় অভিযুক্তকে কুপিয়ে খুন করল তারা। উত্তরপ্রদেশের গোরখপুরের ঘটনা। মৃতের নাম উমেশ চৌহান। জানা গিয়েছে, গোরখপুরের বাসিন্দা এক মহিলার ওপর ১০ বছর আগে অ্যাসিড হামলা চালিয়েছিল পিপরির বাসিন্দা উমেশ। হামলায় গুরুতর জখম ওই মহিলা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর এক ভাইও আহত হন। সেই ঘটনার বদলা নিতেই উমেশকে খুনের ছক কষে মহিলার দুই ভাই। দীপাবলির রাতে নিখোঁজ হন উমেশ। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও হদিশ না পেয়ে সোমবার সকালে পরিবারের লোকজন থানায় খবর দেন। তদন্তে নেমে পুলিশ অ্যাসিড হামলার শিকার মহিলার দুই ভাইকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ জানিয়েছে, ধৃতরা স্বীকার করেছে যে তারা উমেশকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছে। পরে দেহ বাইকে তুলে তারা নদীতে ফেলে দেয়। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী(এসডিআরএফ)-র কর্মীরা নদীতে নেমে তল্লাশি চালালেও দেহ পায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।