উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা বানচাল। ভারতীয় সেনার গুলিতে খতম হল এক জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে, বুধবার সকালে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার সুযোগে উরি সীমান্তের ওপার থেকে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে জঙ্গিরা। সেই সেষ্টা ব্যর্থ করে সেনা। খতম হয়েছে এক জঙ্গি। এলাকাজুড়ে চলছে তল্লাশি অভিযান।
সম্প্রতি সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম হয় এক জঙ্গি। এরপর পুলওয়ামায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ বাধে। একের পর এক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ।