ডালখোলা: বাইকে তেল ভরিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই তরুণের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার বস্তাডাঙ্গি এলাকায়। মৃতদের নাম সৌরভ সরকার (২০) ও দীপঙ্কর মণ্ডল (১৭)। দু’জনের বাড়ি সূর্যাপুর এলাকায়।
জানা গিয়েছে, এদিন রাতে দুই বন্ধু বাইকে চেপে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোলপাম্পে আসে। বাইকে তেল ভরিয়ে ফেরার পথে পূর্ণিয়াগামী একটি গাড়ি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে পৌঁছোয় ডালখোলা থানার পুলিশ। দু’জনকে উদ্ধার করে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।