Friday, May 10, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গকোচবিহারে ঐতিহ্যবাহী সাতটি দিঘি সংস্কারে বরাদ্দ পাঁচ কোটি

কোচবিহারে ঐতিহ্যবাহী সাতটি দিঘি সংস্কারে বরাদ্দ পাঁচ কোটি

কোচবিহার: কোচবিহারে এসে শহরের সাতটি ঐতিহ্যবাহী দিঘি সংস্কারের শিলান্যাস করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে দিঘিগুলো সংস্কারে প্রায় পাঁচ কোটি টাকা অনুমোদন করল রাজ্য সরকার। সেই তালিকায় রয়েছে রাজমাতাদিঘি, যমুনাদিঘি (লম্বা), নরসিংহদিঘি, পুলিশ লাইনের দিঘি এবং ফিশারির তিনটি দিঘি। মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এমইডি) সংস্কারের যাবতীয় কাজকর্ম করবে। খুব তাড়াতাড়ি টেন্ডার ডেকে ওই সমস্ত দিঘি সংস্কার শুরু হবে। খবর জানাজানি হতেই কোচবিহারে খুশির হাওয়া ছড়িয়েছে। এমইডি’র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমন সরকার বলেন, ‘শহরের সাতটি দিঘি সংস্কারে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দ্রুত সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ শুরু হবে।’

কোচবিহারে রাজ আমলে শহরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে একাধিক দিঘি তৈরি করা হয়েছিল। সেই সংখ্যা ৩০টিরও বেশি। প্রায় সবগুলোই রয়েছে হেরিটেজের তালিকায়। অথচ সাগর এবং বৈরাগীদিঘি দুটি নিয়মিত সংস্কার করা হলেও বাকিগুলো বেহাল অবস্থায় পড়ে থাকে দিনের পর দিন। জঙ্গল ও আবর্জনায় ভরে থাকে বলে অভিযোগ শহরবাসীর। এর জন্য দিঘি চত্বরে মশা-মাছি থেকে শুরু করে বিভিন্ন কীটপতঙ্গের বাসা বেঁধেছে। এতে দূষিত হচ্ছে এলাকা। এই অবস্থায় কোচবিহার শহরের সাত দিঘি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এমইডি’র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, দিঘিগুলো সংস্কারের পাশাপাশি গ্রিল দেওয়া হবে চারপাশে। থাকবে বসার জায়গা। এসবের পাশাপাশি ফুলের গাছ লাগানো সহ নানা সৌন্দর্যায়নের পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে কোচবিহার হেরিটেজ কমিটির প্যাট্রন তথা কোচবিহারের পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মনে করেন, দিঘিগুলোর সংস্কার ও সৌন্দর্যায়ন করা হলে কোচবিহার শহরের চেহারা অনেকটা পালটে যাবে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Earthquake | ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল। শুক্রবার সকাল ৭টা ২২ মিনিট নাগাদ কার্গিলে ভূকম্পন অনুভত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল...

Siliguri | নার্সিংহোমের দায়সারা মনোভাবের জের, শিলিগুড়িতে নিখোঁজ বৃদ্ধ!

0
শিলিগুড়ি: নার্সিংহোমের (Nursinghome) গাফিলতিতে নিখোঁজ বৃদ্ধ! শিলিগুড়ির (Siliguri) লেকটাউনের বাসিন্দা ষাটোর্ধ্ব ওই বৃদ্ধের নাম আশুতোষ কর্মকার। ঘটনার পর বৃদ্ধের জামাই নিউ জলপাইগুড়ি থানায় (New...

Theft of sand | শহরের প্রাণকেন্দ্র থেকে দেদারে চুরি হচ্ছে বালি! আদৌ কি টনক...

0
শিলিগুড়ি: শহরের প্রাণকেন্দ্রে দেদারে চুরি হচ্ছে বালি (Ttheft of sand)। শিলিগুড়ি (Siliguri) এয়ার ভিউ মোড় সংলগ্ন মহানন্দা (Mahananda river) নদীর ছবিটা প্রায় প্রতিদিন এমনই।...

যোগীতেই মন মজে লখনউয়ের বাঙালিদের

0
রূপায়ণ ভট্টাচার্য, লখনউ: হুসেইনগঞ্জ মেট্রো স্টেশন থেকে একটু এগোলে লখনউয়ের পুরোনো হিউইট রোড। রাস্তার মধ্যে একটি গলি ঢুকে গিয়েছে অনেকটা। রবীন্দ্র জয়ন্তীর সন্ধেয় সেখান...

পুলিশ ও আবগারির নামে তোলাবাজি, বারে অনিয়মে অভয় দিচ্ছেন প্রধাননগরের ‘মজুমদারবাবু’

0
শিলিগুড়ি: কোথাও ঝামেলা হলে সামাল দিতে হবে? পুলিশ কিংবা আবগারিকে হাতের মুঠোয় রাখতে হবে? টাকা দিলেই নাকি সব কাজ হয়ে যাবে। শিলিগুড়িতে বার এবং...

Most Popular